এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর আত্মীয়, তুমুল শোকের ছায়া তৃণমূলে

এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর আত্মীয়, তুমুল শোকের ছায়া তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা, মৃত্যু, হাহাকার আর শূন্যতা এগুলো যেন ২০২০র কপাললিখন হয়ে পড়েছে। দেশজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ্য অতিক্রম করেছে, পশ্চিমবঙ্গে ৫০০০ অতিক্রান্ত। করোনার এই মৃত্যু মিছিল যে কবে থামবে, তার উত্তর কারোর কাছে নেই। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বোন রীনা দেবনাথের। গত বুধবার রাতে মন্ত্রীর বোন রীনা দেবনাথের মৃত্যুতে এলাকায় নেমে এলো শোকের ছায়া।

গত বুধবার রাতে বর্ধমানের ক্যামরি কোভিড হাসপাতালে মৃত্যু হল রিনা দেবীর। ৫৫ বছর বয়স্ক বোনের অকাল মৃত্যুতে বিমর্ষ মন্ত্রী স্বপন দেবনাথ জানালেন যে, তাঁর বোনের বাড়ি নবদ্বীপে। কিছুদিন আগে তাঁর জ্বর হয়, আবার সেরেও যায়। এরপর হালকা জ্বর নিয়ে তিনি মন্ত্রীর পূর্বস্থলীর বিদ্যানগরের বাড়িতে এসেছিলেন। সে সময় মন্ত্রী তাঁকে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।

দাদার নির্দেশ মেনে করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। এর পর তাঁকে বর্ধমানের ক্যামরি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৫ দিন সেখানে ভর্তি থেকে মৃত্যু হলো তাঁর। তাঁর এই অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর কথায়, ” এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। শেষ দেখাটাও দেখতে পেলাম না।”

এদিকে গত বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আরও ১৬৫ জন করোনায় আক্রান্ত হলেন। যার মধ্যে পূর্ব বর্ধমানের ৮৭ জন ও পশ্চিম বর্ধমানের ৭৮ জন রয়েছেন। পূর্ব বর্ধমানে করোনাতে মৃত্যু হয়েছে ৭৫ জনের, যাদের মধ্যে রিনা দেবীও আছেন। আবার পুর বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২৯৯ জন ।এই জেলায় করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি চিকিৎসাধীন আছেন ৫৮৬ জন। পূর্ব বর্ধমান জেলায় করোনা মুক্ত হয়েছেন ৪৬৩৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ব বর্ধমানের করোনা আক্রান্তদের মধ্যে বর্ধমান শহরেরবাসী আছেন ২০ জন। আবার অন্যদিকে সেদিন পূর্ব বর্ধমানের মোট ৮৭ জন করোনা আক্রান্তের মোট ৭৩ জনই উপসর্গহীন। উপসর্গহীন হবার কারণে এরা সকলে নিজের বাড়িতেই হোম আইসোলেশন নিয়েছেন। করোনার উপসর্গ প্রকাশ পেয়েছে ১৪ জনের। যাদেরকে ভর্তি করা হয়েছে ক্যামরি কোভিড হাসপাতালে।

অন্যদিকে গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লক হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পরল। প্রসঙ্গত পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এই জেলার পলাশপুলির এক পরিবারেরই ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু সমস্ত কিছু নিয়েই চিন্তিত রাজ্যবাসী। এদিকে সামনেই রয়েছে দুর্গাপূজা। তবে করোনা উৎসবের মেজাজকে অনেকটাই ফিকে করে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!