এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার তৃণমূলের সাধের ‘মা-মাটি-মানুষ’ নিয়ে টানাটানি শুরু করে দিলেন মুকুল রায়

এবার তৃণমূলের সাধের ‘মা-মাটি-মানুষ’ নিয়ে টানাটানি শুরু করে দিলেন মুকুল রায়

গত ১০ নভেম্বর কলকাতার সমাবেশ থেকে বিশ্ব বাংলা এবং জাগো বাংলা নিয়ে তথ্য দিয়েছিলেন মুকুল রায়, জানিয়েছিলেন ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীনে কন্ট্রোলার জেনারেল অব পেটেন্টস, ডিজাইনস ও ট্রেড মার্কস-এর ওয়েবসাইটে ০৮/০৫/২০১৭-র দেওয়া তথ্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই বিশ্ব বাংলার ট্রেডমার্ক নথিভূক্ত। আর তাতেই শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে। আর এবার ফাটালেন নতুন বোমা, তাঁর ঝোলা থেকে বের হল নতুন অস্ত্র। ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস আর ‘মা-মাটি-মানুষ’ শব্দ দুটি সমার্থক হয়ে উঠেছিল, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি-কোটি তৃণমূল সমর্থকের ভাবাবেগ। কিন্তু মুকুল বাবু দিল্লিতে সাংবাদিকদের নথি দিয়ে এবার দাবী করলেন এই ‘মা-মাটি-মানুষ’ এরও ট্রেড মার্ক রেজিস্ট্রশনও রয়েছে ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে।
মুকুল বাবুর দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ২০১৬ সালের ১২ অগাস্ট ভারত সরকারের ট্রেড মার্ক রেজিস্ট্রারের কাছ থেকে ‘মা-মাটি-মানুষ’-এর ট্রেড মার্ক সার্টিফিকেট পেয়েছেন অভিষেকবাবু। এর সাথেই মুকুলবাবু দাবী করেন, এই ট্রেডমার্ক নেওয়া অনৈতিক কাজ। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এমন একটি সংবেদনশীল বিষয় সামনে আনায় নতুন করে যে রাজ্য-রাজনীতিতে শোরগোল পরে গেল বলায় বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!