এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সরকারের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে মামলার পথে মুকুল রায়

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে মামলার পথে মুকুল রায়


রাজ্যে যখন শাসকদলের শীর্ষ নেতৃত্ত্ব তাঁর দিকে চোখা চোখা বিশেষণ ভাসিয়ে দিচ্ছেন, তিনি তখন নীরবে নিজের মত করে রাজনীতির ঘুটি সাজাতে ব্যস্ত। তিনি মুকুল রায়, একদা রাজ্যের শাসকদলের অঘোষিত দুনম্বর (যদিও এই উপমাটিতে তাঁর নিজেরই আপত্তি আছে), আজ পদ্মশিবিরের অন্যতম ভরসার মুখ। তৃণমূল কংগ্রেস ত্যাগের পর পরই তিনি বিস্ফোরক অভিযোগ এনেছিলেন যে রাজ্য সরকার রাজ্যে বিরোধী পরিসরকে ধ্বংস করতে যে কোনো বিরোধী মনোভাব সম্পন্ন মানুষেরই ‘ফোন ট্যাপ’ করছে, এমনকি এই তালিকায় তাঁর নিজের চার-চারটি ফোন তো আছেই বাদ যায় নি খোদ শাসকদলের নেতা-মন্ত্রীদের ফোনও।
আর এই অভিযোগ নিয়ে যে তিনি থেমে থাকবেন না আগেই জানিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী এইরকম মারাত্মক অভিযোগ এনে তিনি সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছেন দিল্লি হাইকোর্টে। আর এই নিয়ে মুকুলবাবু রাজ্যের কোনও আদালত নয় সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় স্বাভাবিক ভাবেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। সূত্র মারফত আরো জানা যাচ্ছে, আগামী শুক্রবার বিষয়টি নিয়ে আদালতে আবেদন জানাতে পারেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!