যুব তৃণমূলের সভামঞ্চ থেকে মুকুল রায়কে তীব্র আক্রমন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিশেষ খবর রাজ্য November 13, 2017 রাজনৈতিক মহলের গুঞ্জন মুকুল রায় তৃণমূল কংগ্রেসে থাকার সময় থেকেই ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং-এর সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল। কিন্তু মুকুলবাবু দলের শীর্ষ নেতা হওয়ায় এর আগে কখনও সেভাবে মুখ খোলেননি তিনি। কিন্তু আজ রানী রাসমণি রোডের যুব তৃণমূলের সভা থেকে সুযোগ পেয়েই তার পূরণ সদ্ব্যবহার করলেন তিনি। মুকুল বাবুর বিরুদ্ধে একের পর এক তোপ দেগে, তিনিই এদিনের ‘হাইয়েস্ট স্কোরার’, কি বললেন অর্জুন বাবু? ১. অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সময় দেবেন, সেদিন ভারতের অন্য তিনটি রাজ্যে বিজেপির ১০ নভেম্বরের জমায়েতের থেকে বড় মিছিল করে দেখিয়ে দেব ২. সিপিএম জমানায় মুকুল রায় কাঁচরাপাড়ায় নিজের ভোটটাই দিতেন না, পালিয়ে আসতেন কলকাতায়। আর তাই তিনি কলকাতার ভোটার হয়ে গিয়েছিলেন। ৩. মুকুল রায় আসলে ‘গদ্দার’, তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দলনেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৪. মুকুল রায় আপনি ৭৭ হাজার ছেড়ে দিন, কাঁচরাপাড়ার ৭টি বুথের এজেন্টের নাম বলে দিন, আমি রাজনীতি করা ছেড়ে দেব ৫. যখন নতুন বিয়ে হয় তখন সকলেই বাড়িতে ৪ দিন খুব আনন্দে কাটায়, আর তারপর পঞ্চম দিনে সেই বউকে শ্বশুর-শাশুড়ির জন্য রান্নাবান্না করতে হয়। মুকুল রায় এখন ‘নতুন বউ’ আপনার মতামত জানান -