এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাইকোর্টে বড়সড় গুঁতো খেতেই করোনা মৃতদেহ সৎকারে বড়সড় নিয়মের পরিবর্তন ঘোষণা ফিরহাদ হাকিমের!

হাইকোর্টে বড়সড় গুঁতো খেতেই করোনা মৃতদেহ সৎকারে বড়সড় নিয়মের পরিবর্তন ঘোষণা ফিরহাদ হাকিমের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের দাপট। মানুষে মানুষে সংস্পর্শে এই রোগ আরও বেশি পরিমাণে ছড়িয়ে যাওয়ার কারণে মাঝে লকডাউন করে দেওয়া হয়েছিল গোটা দেশ। কিন্তু এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় আতঙ্ক সমানে চলছে। আর এমত পরিস্থিতিতে করোনা ভাইরাস এখনও পর্যন্ত যারা মারা গিয়েছেন, সৎকারের সময় তাদের মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

যাতে সেই মৃতদেহ কেউ ছুঁতে না পারে, তার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নানা সর্তকতা পালন করা হয়। কিন্তু এবার করোনা ভাইরাসে কারও মৃত্যু হলে তার শেষকৃত্যে পরিবারের সর্বোচ্চ 6 জন ব্যক্তি অংশ নিতে পারবে বলে নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যার ফলে রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকা নিয়ে এখন ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড নিয়ম অনুযায়ী এতদিন পর্যন্ত করোনা ভাইরাসে যদি কারও মৃত্যু হত, তাহলে তার দেহের সৎকারের সময় তার কোনো পরিজন শ্মশানে উপস্থিত হতে পারতেন না। সেদিক থেকে নিয়ম মেনে দূরের কোনো বিচ্ছিন্ন এলাকায় নিয়ে গিয়ে দেহ সৎকার করা হত। কিন্তু এবার এই নিয়ম বদলাতে চলেছে কলকাতা পৌরসভা। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কলকাতা পৌরসভা এলাকায় করোনায় মৃত ব্যক্তিদের শেষকৃত্যের সময় উপস্থিত থাকতে পারবেন পরিবারের লোকজন। সর্বোচ্চ 6 জন সদস্য উপস্থিত থাকতে পারবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি যে মেনে চলতে হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, করোনা রোগীদের মৃতদেহ সৎকারের জন্য নিমতলা, ধাপা এবং বিরজুনালা স্থানকে চিহ্নিত করা হয়েছে। একাংশ বলছেন, গত 17 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে করোনায় মৃত রোগীদের দেহ সৎকারের জন্য নয়টি গাইডলাইন প্রকাশ করা হয়। আর সেখানেই শেষকৃত্যের সময় পরিবারের লোকজন স্বাস্থ্যবিধি মেনে সেখানে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়। আর সেই রায়ের ওপর ভিত্তি করেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নতুন গাইডলাইন জারি করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতিতে যদি কারও এই ভাইরাসে আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়, তাহলে ইচ্ছে থাকলেও সংক্রমণের আশঙ্কা কারণে এতদিন সেই মৃত ব্যক্তির পরিবারদের সৎকারে যেতে দেওয়া হত না। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা সেই মৃতদেহ নিয়ে গিয়ে সমস্ত বিধি পালন করে সেই দেহ সৎকারের ব্যবস্থা করত। যার ফলে সেই মৃত ব্যক্তির পরিবার-পরিজনের মনে কিছুটা হলেও হতাশা সৃষ্টি হয়।

কিন্তু এবার শেষকালে যাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন তার জন্য নির্দেশিকা জারি করল কলকাতা পৌরসভা। যার ফলে কিছুটা হলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরলোক গমনের সময় কালে তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থেকে শেষকৃত্যে অংশগ্রহণ করার সুযোগ পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!