এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যোগী-মডেল কি বাংলায় হবে ব্যুমেরাং? একুশের আগে ঘুম উড়ছে বঙ্গ বিজেপির? আসরে হেভিওয়েট নেতা!

যোগী-মডেল কি বাংলায় হবে ব্যুমেরাং? একুশের আগে ঘুম উড়ছে বঙ্গ বিজেপির? আসরে হেভিওয়েট নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার নির্দেশিকা জারি করেছে, এবছর উত্তরপ্রদেশে কোন রকম দুর্গোৎসবের আয়োজন করা যাবেনা বলে। অর্থাৎ, রাস্তার পাশে কিংবা কোন মাঠে মন্ডপ করে দুর্গা পুজো করা যাবে না বলে নির্দেশ জারি করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকার তাঁদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করোনাকে অজুহাত করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে করোনা পরিস্থিতিতে এবছর দুর্গোৎসব করা না গেলেও কিন্তু উল্লেখযোগ্যভাবে রামলীলায় ছাড় দেওয়া হয়েছে।

সেক্ষেত্রেও যোগী আদিত্যনাথ ব্যাখ্যা দিয়েছেন, রামলীলা অনেক প্রাচীন একটি উৎসব। তাই সেই উৎসবের আমেজ নষ্ট করা যাবেনা। কিন্তু উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপিকে বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই সূত্রেই বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইট করেছেন এদিন। এমনকি যোগী আদিত্যনাথ সরকারের গাইডলাইনকে তিনি আনফেয়ার বলে মন্তব্য করেছেন।

এর সাথেই স্বপন দাশগুপ্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছেন, দুর্গাপুজো করতে দেওয়া হোক উত্তরপ্রদেশে। না হলে উত্তরপ্রদেশের বাঙালি হিন্দুদের সঙ্গে বৈষম্য করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে যোগী সরকার রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছে, করোনার কারণে এ বছর বাড়িতে বসেই পুজো উপভোগ করার জন্য। একইসাথে রামলীলা উদযাপন কমিটিগুলির উদ্দেশ্যে যোগী সরকারের নির্দেশ কোনমতেই যেন এক জায়গায় 100 জনের বেশি লোক জড়ো না হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কর্মীরা সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করেছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত নিয়ে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল শিবির বরাবরই বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে অভিহিত করে। আর এবার সেই দাবি আরও জোরালো হচ্ছে বলে দাবী রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে বাম সমর্থকদের একাংশও এদিন বিজেপির বিরুদ্ধে পাল্টা পোস্ট করেছেন ফেসবুকে। যোগী সরকারের নির্দেশ নিয়ে যেভাবে বাংলায় চাঞ্চল্য ছড়াচ্ছে, তাতে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আর সে কারণেই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের মরিয়া টুইট বলে মনে করা হচ্ছে। বাংলার বিজেপির বক্তব্য, পশ্চিমবঙ্গে বরাবরই বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিহিত করে আসছে তৃণমূল। আর এবার বাংলার শাসক দল যোগী সরকারের সিদ্ধান্তকে কাজে লাগাতে চলেছে রাজ্যে বিজেপি বিরোধী প্রচার চালাতে। আখেরে উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত বাংলায় বিজেপিকে বিপর্যয়ের মুখে না ফেলে, সেই আশঙ্কায় এখন প্রহর গুনছে বাংলার গেরুয়া শিবির। আপাতত পরিস্থিতি কি হতে চলেছে, সেদিকে কড়া নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!