এখন পড়ছেন
হোম > জাতীয় > তিরুমালা দর্শনে যেতেই ঢিল পড়ল অমিত শাহের কনভয়ে, উঠল বিজেপি বিরোধী স্লোগান

তিরুমালা দর্শনে যেতেই ঢিল পড়ল অমিত শাহের কনভয়ে, উঠল বিজেপি বিরোধী স্লোগান


রাত পোহালেই কর্নাটকে বিধানসভা নির্বাচন, নির্বাচনে জয়লাভের আশায় নির্বাচনী প্রচারকার্যে কোনো শিবিরের তরফেই কোনো ত্রুটি ছিলো না। এখন পুরোটাই নির্ভর করছে ভোটদাতাদের ওপরে। নির্বাচনের দলের সাফল্য লাভের প্রার্থনা করতে প্রচার পর্বের সমাপ্তির পরে তিরুমালা তিরুপতি মন্দিরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ধন্যও হলেন তিনি। কিন্তু এদিনের তিরুমালা দর্শন খুব একটা নিরুপোদ্রব ছিলোনা। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সরব হওয়া টিডিপি সমর্থকদের বিরুদ্ধে অমিত শাহের কনভয়ে ঢিল ছোড়ার অভিযোগ উঠল। অমিত শাহ এদিন তিরুমালা পৌঁছলে টিডিপি সমর্থকেরা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও বিক্ষোভকারীরা আলিপিরি গারুদা সার্কেল এলাকায় জড়ো হয়ে বিজেপি বিরোধী স্লোগান সহ কালো পতাকা দেখান।

তাঁরা সমস্বরে “অমিত শাহ গো ব্যাক ” স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় বিক্ষোভকারী বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রসঙ্গত, বিশেষ মর্যাদার দাবিতে অন্ধ্রপ্রদেশ শাসক দল টিডিপি কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন করে। প্রথম দিকে এই আবেদন কেন্দ্রের সমর্থনের ইঙ্গিত থাকলেও পরে তা নাকচ করে দেয়। যার জেরে অসন্তুষ্ট টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু এনডিএ জোট থেকে দলের সদস্যপদ প্রত্যাহার করে বেরিয়ে যান। কেন্দ্রীয় মন্ত্রীসভায় টিডিপি দলীয় দুই মন্ত্রী দলের সুপ্রিমোর নির্দেশে মন্ত্রী পদে ইস্তাফা দিয়ে দেন। এরফলে আংশিক সময়ের জন্যে হলেও কার্যত চাপের মুখে পড়ে কেন্দ্রের বিজেপি দল। আর তাই বিজেপির সর্বভারতীয় সভাপতিকে হাতের কাছে পেয়েই টিডিপি সমর্থএরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!