অনুপমের ভবিষ্যৎ ঠিক করে দেবে কোর কমিটির বৈঠক রাজ্য February 22, 2018 তৃণমূলের পরবর্তী কোর-কমিটি বৈঠকে সংসদ অনুপম হাজরাকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন দলনেত্রী। অনুপমবাবু কয়েকদিন ধরেই নানা পোস্ট করছেন ফেসবুকে। যা নিয়ে দল অস্বস্তিতে পড়েছে। বেজায় চটেছেন দলের নেতারাও। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “বারে বারে সাবধান করলেও সংশোধনের কোনও চেষ্টা নেই।ওই সাংসদের ফেসবুক পোস্টের সঙ্গে সহমত নয় দল। 9 মার্চ কোর কমিটির বৈঠক আছে। সেখানেই অনুপমের আচরণ নিয়ে আলোচনা হবে।” শুধু অনুপমবাবুই নন ফেসবুকে পোস্ট করা নিয়ে দলের অন্য নেতাদেরকেও সাবধান করা হবে বলে জানা গেছে। আপনার মতামত জানান -