এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ই কি বঙ্গ বিজেপির ‘আসল লোক’? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ

মুকুল রায়ই কি বঙ্গ বিজেপির ‘আসল লোক’? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে ও পরে মুকুল রায় ও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয় নি। মুকুলবাবু বিজেপিতে যোগদান করে দিল্লি থেকে কলকাতা আসার আগে, দিলীপবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুলবাবুকে ‘চাটনির’ সঙ্গে তুলনা করেন, এমনকি ‘চাটনি’ বেশি খেলে শরীর খারাপ হতে পারে বলেও মন্তব্য করেন। আর সেই ‘চাটনি’ কথার ‘ফায়দা’ এখনও নিয়ে যাচ্ছেন তৃণমূলের শীর্ষনেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায় – সকলেই নাম না করে মুকুল রায়কে আক্রমন করতে গিয়ে ‘চাটনিবাবু’ বলেই সম্বোধন করছেন। অন্যদিকে কিছুদিন আগেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর, দিলীপবাবু মন্তব্য করেন, তাঁর শারীরিক অসুস্থতার ‘ফায়দা’ নিয়ে তাঁকে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সারানোর ‘চক্রান্ত’ করছে দলেরই একাংশ। তা নিয়েও জল্পনা কম ছড়ায়নি।

কিন্তু বিজেপিতে যোগ দিয়ে কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে এসেই দিলীপবাবুকে জড়িয়ে ধরে বাংলায় নিজের ‘ক্যাপ্টেন’ বলে আখ্যা দেন একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মুকুল রায়। সবথেকে বড় কথা বিজেপি কর্মী-সমর্থকরাও মেনে নিচ্ছেন, মুকুলবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর প্রতিটা নির্বাচনেই বিজেপি আগের থেকে অনেক ‘ভালো’ ফল করছেন। আর সেই ‘ভালো’ কাজের স্বীকৃতি এবার নিজের রাজ্যের ‘ক্যাপ্টেনের’ কাছ থেকেই পেলেন মুকুলবাবু। বিজেপির সংখ্যালঘু সেলের একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে দিলীপবাবু ইঙ্গিতবাহী ভাবে বলেন, আমার এক্তিয়ার পশ্চিমবঙ্গের সীমা পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু কেন্দ্রীয় সরকারের কথা, প্রধানমন্ত্রীর কথা আপনাদের মুকুলদাই জানাবেন আপনাদের। প্রকাশ্যে এই কথা বলার পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে। আসলে কি বলতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি? মুকুল রায় এখনও পর্যন্ত বিজেপির একজন সাধারণ সদস্য মাত্র, কোনো পদেই নেই তিনি। তাহলে কি শীঘ্রই কোনো বড় পদ পেতে চলেছেন মুকুল রায়? নাকি আগামী জুলাই মাসে রাজ্য সভাপতি হিসাবে নিজের মেয়াদ শেষ করার পর দিলীপবাবুর চেয়ারে দেখা যাবে মুকুলবাবুকে? এমনিতে বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, যে কোনো রাজ্যে রাজ্য সভাপতি ক্ষমতার শীর্ষে থাকেন, সেক্ষত্রে দিলীপবাবু নিজের থেকে মুকুলবাবুকে এগিয়ে রেখে, কি এই বার্তায় দিতে চাইলেন যে যতই তিনি রাজ্য সভাপতি হন, আসলে বঙ্গ বিজেপির ‘আসল লোক’ মুকুল রায়ই? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই ‘গুগলির’ উত্তর খুঁজতে ব্যস্ত এখন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!