এখন পড়ছেন
হোম > জাতীয় > পুড়লো নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা,সৌজন্যে তৃণমূল

পুড়লো নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা,সৌজন্যে তৃণমূল

তমলুকের হাসপাতাল মোড়ে তমলুক শহরের তৃণমূল সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখাল। কয়েকদিন আগেই পিএনবি ব্যাংকের ১১ হাজার ৪০০ কোটি টাকা কেলেঙ্কারির বহিঃ প্রকাশ হয়েছে দেশবাসীর কাছে। এই ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবিতে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রদিবাদ মিছিল করে তমলুকের তৃণমূল সমর্থকরা। ‘‘ব্যাঙ্ক কেলেঙ্কারীতে যে হাজার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে। দোষীদের শাস্তি দিতে কোন পদক্ষেপই নিচ্ছেন না তারা৷ আমাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ না নিলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।’’ এই বিষয়ের পরিপ্রেক্ষিতে তমলুকের পুরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া এমনটাই মন্তব্য করেন বলে জানা গেছে। এদিন এই প্রতিবাদ মিছিল শুরু হয় তমলুকের মানিকতলা থেকে। শেষে জমায়েত হয় হাসপাতাল মোড়ে। গোটা তমলুক শহর এদিন অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই মিছিলে সামিল হয় বলে সূত্রের খবর। এর জের হিসাবে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই যানজটের পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশকে ভালোই হিমসিম খেতে হয় বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!