এখন পড়ছেন
হোম > জাতীয় > খুনের হুমকি দিয়ে ফোন হেভিওয়েট বিজেপি সাংসদকে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন – জোর চাঞ্চল্য

খুনের হুমকি দিয়ে ফোন হেভিওয়েট বিজেপি সাংসদকে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন – জোর চাঞ্চল্য

 

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে হুমকি ফোন! বিষয়টি নিয়ে নানা মহল আতকে উঠলেও এটাই বাস্তব। জানা গেছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এসেছিল বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের কাছে। আর সেই ফোনের ওপার থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শাহদরা জেলা ডিসিপিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন গৌতম গম্ভীর। আর ভারতের প্রাক্তন ক্রিকেটারের এহেন লিখিত অভিযোগকে ঘিরে এখন চরম চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর পুলিশি হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর।

যেখানে গোটা বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে পড়ুয়াদেরকে কাজে লাগাচ্ছে আম আদমি পার্টি বলেও অভিযোগ করেছিলেন তিনি। আর এই ঘটনার অব্যবহিত পরেই বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটারের ফোনে এইভাবে হুমকি ফোন আসায় তৈরি হয়েছে গুঞ্জন। পুলিশকে গৌতম গম্ভীর অনুরোধ করেছেন, যাতে তার এফআইআরটি নেওয়া হয় এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গৌতম গম্ভীর বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি শান্তিপূর্ণ প্রতিবাদ বিশ্বাসী। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কিছু রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আরও উসকে দিয়েছিলেন। এটা মেনে নেওয়া যায় না। যে পড়ুয়ারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চায়, তাদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক কার্যসিদ্ধি করা উচিত নয়। আর সংশোধিত নাগরিকত্ব আইন কোনো ভারতীয়র বিপক্ষে নয়। আমি ভারতীয়দের বিপক্ষে কি করে দাঁড়াতে পারি! জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক ভারতের। এটা অন্যান্য দেশের নাগরিককে নাগরিকত্ব দেওয়ার বিষয়। জানি না কেন এর মধ্যে অনেকেই রাজনীতির রং লাগাতে চাইছে।”

তবে এই ঘটনার পর প্রাক্তন ক্রিকেটার ফোনে হুমকি ফোন নিয়ে এখন নানা মহলে চলছে জোর চর্চা। নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতেই বিজেপি সাংসদের কাছে এই ফোন এল কিনা! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!