পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে তদন্তের আদেশ দিল কোর্ট! অন্যান্য আন্তর্জাতিক খেলা January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন শোষণ, জালিয়াতি ও হয়রানির অভিযোগ আনতে দেখা গিয়েছিল লাহোরের হামিজা মুখতার নামের এক মহিলাকে। সেখানে ওই মামলায় বাবরের আইনজীবীর তরফে কোর্টের কাছে হামিজার পক্ষের আইনজীবীকে আদালতে উপস্থিত থাকতে আবেদন করা হয়। এরপর আদালত দুই পক্ষের আইনজীবীদের তাঁদের নিজেদের নিজেদের যুক্তি আদালতে হাজির করতে নির্দেশ জারি করেন। তবে সম্প্রতি সেই শুনানিতে আদালত বাবরের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাবরের বিরুদ্ধে হামিজার আদালতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছিল, বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর আর্থিক ও শারীরিক শোষণ ও ব্যবহার করেছেন। তিনি গর্ভবতী হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছিল। সেখানে সম্প্রতি প্রমাণ হিসেবে নাকি তিনি আদালতের কাছে নিজের চিকিৎসা সংক্রান্ত প্রমাণ পেশ করেছেন বলে জানা যায়। আর সেই প্রমাণের ভিত্তিতেই নাকি বাবরের বিরুদ্ধে আদালত পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যদিও অন্যদিকে শোনা গিয়েছিল, কিছুদিন আগে নাকি এই অভিযোগ ফিরিয়ে নিতে লাহোরের হামিজা মুখতার বাবরের কাছে ১০ মিলিয়ন অঙ্কের টাকার দাবি জানিয়েছিলেন। আর সেখানে এই কথার ভিত্তিতেই নাকি আজমের আইনজীবির তরফে বলা হয় যে হামিজা বিচার দীর্ঘায়িত করতে এবং তাঁর মক্কেলকে বিলম্বিত কৌশলে হেনস্থা করতে এমনটা করেছেন। তাঁর কথায়, ব্ল্যাকমেইল ও হয়রান করতেই নাকি লাহোরের হামিজা মুখতার এমনটা অভিযোগ এনেছেন। অন্যদিকে হামিজার তরফে জোর দিয়ে এই অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করা হলেও তিনি বাবরের মত একজন নামী ব্যক্তিত্বকে কুখ্যাত প্রমাণিত করতে ও হয়রানি করার চেষ্টা করতেই এমনটা করেছেন বলে জানিয়েছিলেন বাবরের আইনজীবী। তিনি দায়রা আদালতের বিচারককে হামিজার আইনজীবীকে তলব করতে এবং মামলায় তার যুক্তি উপস্থাপনের জন্য নির্দেশ দিতে অনুরোধ করেন। আর সেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের আইনজীবির অনুরোধ অনুমোদন করে আদালত তার শুনানি স্থগিত করে। তবে এবার সেখানে আদালত পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন বলেই জানা গেছে। আপনার মতামত জানান -