এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এসবিআইয়ে তিরিশ লক্ষ টাকার প্রতারণা, তুলকালাম কল্যাণীতে

এসবিআইয়ে তিরিশ লক্ষ টাকার প্রতারণা, তুলকালাম কল্যাণীতে

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইতে সামনে এল প্রায় তিরিশ লক্ষ টাকার প্রতারণা। যা নিয়ে তুলকালাম নদীয়ার কল্যাণী থানা এলাকার গয়েশপুর। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই শাখার ম্যানেজারের অধীনে কর্মরত অস্থায়ী কর্মী কৌশিক দত্ত মূলত বিভিন্ন গ্রাহকদের সই জাল করে তাঁদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন। ব্যাঙ্কের প্রায় ২০ জন গ্রাহকের পাস বই থেকে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণা করে তিনি আপাতত পলাতক।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনার কথা সামনে আসতেই প্রতারিত গ্রাহকরা ব্যাঙ্ক ম্যানেজার ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সুরাহা পাননি। আর তাই গতকাল তাঁরা রীতিমত ব্যাঙ্কের সামনে ধর্নায় বসেন এবং ব্যাঙ্ক ম্যানেজার চিন্ময় ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এরপরে বিক্ষোভকারীদের ব্যাঙ্ক ম্যানেজার আশ্বাস দেন যে সব টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু কী পদ্ধতিতে এবং কতদিনে ব্যাঙ্ক টাকা ফেরত দেবে সেসম্পর্কে তিনি কিছুই জানাননি। তবে ব্যাঙ্ক ম্যানেজার টাকা প্রতারণার কথা মেনে নেওয়ায়, সেই টাকা ফেরত না পেলে আইনানুগ ব্যবস্থার কথাও ভাবছেন গ্রাহকরা বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!