এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে উৎপাতকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পাল্টা বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

দলে উৎপাতকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের, পাল্টা বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে একাধিক নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ চলে গিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলে ব্যাপক জয়ের পর যথারীতি গেরুয়া শিবিরে ভাঙন ধরে। এবং গেরুয়া শিবির থেকে একের পর এক দলবদল করতে থাকেন নেতারা। ফিরে আসেন অনেকেই তৃণমূলে। গতকালও ত্রিপুরার মঞ্চ থেকে আরো একবার গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে ফিরে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

যথারীতি রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পরেই আরো একবার ব্যাপক বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন তৃণমূলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দলবদলুদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে অনেকেই ঢুকে পড়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই ফিরে গেছেন। অনেকেই এখনও দলে রয়ে গিয়েছেন। তবে দিলীপ ঘোষের যে বক্তব্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, সেটি হলো দিলীপ ঘোষ বলেছেন সবাইকে বাদ দেবেন যারা দলে উৎপাত করছেন। আর দিলীপ ঘোষের ঠিক এই মন্তব্য থেকেই পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি আবার স্পষ্টতই ঘোষণা করে দেন, দিলীপ ঘোষের এই ব্যাপক হুঁশিয়ারি কার্যত বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলা।

এমনকি দিলীপ ঘোষের কথা টুইটারের মাধ্যমে শেয়ারও করে দেন কুণাল ঘোষ নিজের বক্তব্য জুড়ে দিয়ে। খুব স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের এই টুইট নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, তাহলে কি গেরুয়া শিবিরে এবার আরও বড় ভাঙন হতে চলেছে আগামী দিনে? যদিও কুণাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ তাঁর কোনো প্রতিক্রিয়া দেননি। তবে দুই দলের তরজা যে এখনই থামছে না, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!