এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষক নিয়োগ নিয়ে আশার বাণী শোনালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন

শিক্ষক নিয়োগ নিয়ে আশার বাণী শোনালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন

রাজ্যের অনেক স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই বলে অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু এবার শিক্ষক নিয়োগ নিয়ে আশার বাণী শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যের একাধিক স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক অনুপাতিক নেই। রাজ্য সরকার সেই বিষয়টি উপলব্ধি করেছে। আর তাই সমস্যা মেটাতে এবার রাজ্যের স্কুলগুলোতে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগ করা হবে।” আর শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর এমন আশাপ্রদ ঘোষণায় এখন নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকার অনুপাতে প্রবল অসঙ্গতি রয়েছে। যার ফলে নানা সময়ে অসুবিধায় পড়তে হয়েছে পড়ুয়াদের। কিন্তু এবার সেই ব্যাপারটি উপলব্ধি করেই পর্যাপ্ত সংখ্যায় রাজ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বলে মত একাংশের। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। আর তাই সেই প্রয়োজনে মেটাতে আমরা শিক্ষক নিয়োগ করব।”

অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি এবং সরকার অনুমোদিত 111 টি স্কুলকে ইংরেজি মাধ্যম স্কুলে উত্তীর্ণ করেছে বলেও জানিয়ে দেন পার্থবাবু। সব মিলিয়ে এবার শিক্ষামন্ত্রীর ঘোষণা মোতাবেক কবে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!