এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুরুতর অভিযোগে ফাঁসলেন মমতা! ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, রাজ্যজুড়ে জোরালো দাবি!

গুরুতর অভিযোগে ফাঁসলেন মমতা! ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, রাজ্যজুড়ে জোরালো দাবি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে ফের ভয়ংকর অভিযোগে ফাঁসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়কে অপমান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগ সামনে এনেই উত্তরবঙ্গের মাটি থেকে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। ফলত ভোটের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতার এই ভয়ঙ্কর অভিযোগ শাসকদলকে বিড়ম্বনা ফেলবে বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। যদিও বা সেই ভাইরাল হওয়া বক্তব্যের সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। তবে সেই ভিডিওতে দেখতে পাওয়া যায়, মুখ্যমন্ত্রী তার মাথা, হাত এবং পায়ের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের তুলনা করছেন। যেখানে পায়ের কথা বলতে গিয়ে তার এক পা মতুয়া এবং আর এক পা রাজবংশী বলে মন্তব্য করেছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর তারপর থেকেই মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

দুই সম্প্রদায়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমা চাওয়ার দাবি পর্যন্ত তোলা হয়েছে। আর সেই বিষয়কে আরও সপ্তমে চড়িয়ে দিয়ে ভোটের মুখে ধুপগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।এদিন ধুপগুড়িতে ভোট প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর আগে রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। সব অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে সবকিছুর তুলনা করতে নেই। কিছু কিছু বিষয়কে বাদ রাখা উচিত। মুখ্যমন্ত্রী যেভাবে পায়ের সঙ্গে মতুয়া এবং রাজবংশীদের তুলনা করেছেন, তা যথেষ্ট অপমানজনক। তাই তাকে আগে এই ঘটনায় ক্ষমা চাইতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিস্তার জলঘোলা হয়েছে। এমনকি পরিস্থিতি আয়তে আনতে একটি ভিডিও বার্তার মধ্যে দিয়ে যদি কেউ কিছু মনে করে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও ধুপগুড়িতে ভোট প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে যেভাবে আক্রমণ শানালেন, তাতে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের ভোট তৃণমূলের কাছে যথেষ্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন একাংশ।

কেননা এমনিতেই উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের আধিক্য রয়েছে। তাই সেখানে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে উসকে দিয়ে শুভেন্দু অধিকারী যে কৌশল অবলম্বন করলেন, তা মুখ্যমন্ত্রী এবং তার দলকে চরম বিড়ম্বনার মুখে ফেলে দিল। আর এর ফলে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!