এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধুপগুড়ির ভোটের আগেই কড়া শাস্তির মুখে পড়তে চলছেন অভিষেক? অস্ত্রে শান বিজেপির!

ধুপগুড়ির ভোটের আগেই কড়া শাস্তির মুখে পড়তে চলছেন অভিষেক? অস্ত্রে শান বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ধুপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি নিয়ে প্রথম থেকেই একটা প্রশ্ন ছিলই। তিনি সরকারের কেউ না হয়েও কি করে এই ঘোষণা করতে পারেন, তা নিয়ে সোচ্চার ছিল বিরোধীরা। তবে এই সমস্ত কিছুকে অবশ্য তোয়াক্কা করেন না বন্দ্যোপাধ্যায়। তাই নিজের মতো করে ধুপগুড়িতে ভোট চাইতে এসে 31 ডিসেম্বরের মধ্যে এই এলাকাকে মহকুমা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে এবার তার সেই ঘোষণাকে নিয়েই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলো ভারতীয় জনতা পার্টি। যার ফলে অনেকে বলছেন, এবার হয়তো নির্বাচনী আদর্শ আচরণবিধি লংঘন করার কারণে শাস্তির মুখে পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, শনিবার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আগামী 31 ডিসেম্বরের মধ্যে ধুপগুড়িকে মহকুমা করে দেওয়া হবে।” তবে সরকারের কেউ না হয়েও কি করে তিনি এই কথা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। অনেকে আবার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ হোন বা না হোন। কোনো রাজনৈতিক দলের কোনো নেতাই ভোটের সময় এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। যদি তা দেওয়া হয়, তাহলে তা নির্বাচনী নিয়মকে লংঘন করে। তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।

আর সেই বিষয়েই এবার তৃণমূলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টি। বিজেপির দাবি, অবিলম্বে নির্বাচনী আদর্শ আচরনীতি লঙ্ঘন করার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।বিজেপির দাবি, এর আগেও 2021 এর বিধানসভা নির্বাচনে সময় ধুপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কাজে দেয়নি। তাই এবার সেই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে ভোটের সময় নিজের ভাইপোকে দিয়ে এই ধরনের ঘোষণা করিয়ে নির্বাচনী নিয়মকে লংঘন করেছে তৃণমূল।

ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় একটা জিনিস যেমন পরিষ্কার হয়ে গেল যে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। ঠিক তেমনই তারা ভোটের মুখে নির্বাচনী নিয়মকেও লংঘন করে চাপে পড়ে গেল পর্যবেক্ষকদের মতে, যখন নির্বাচনী প্রচার চলে, তখন তা আদর্শ আচরণবিধির মধ্যে থাকে। ফলে সেই সময় নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, এমনটাই নিয়ম। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। ফলে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি নিজেদের রাজনৈতিক অস্ত্রে শান দিচ্ছে বলেই মত একাংশের। তবে অভিষেকবাবুকে কাবু করার জন্য বিজেপির ব্যবহৃত এই অস্ত্র কতটা শক্তিশালী হয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!