এখন পড়ছেন
হোম > খেলা > স্পনসর সমস্যা মেটাতে হবে খুব শীঘ্রই, দাবি তুলে বিক্ষোভ মোহনবাগান সমর্থকদের

স্পনসর সমস্যা মেটাতে হবে খুব শীঘ্রই, দাবি তুলে বিক্ষোভ মোহনবাগান সমর্থকদের


সবুজ মেরুন শিবিরের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব লাল হলুদ জার্সি ধারী ইষ্টবেঙ্গলের ভাগ্যাকাশ এখন একইসাথে প্রশস্ত এবং উজ্জ্বল। একই সাথে কোয়েসকে স্পনসর হিসেবে ঘোষণা সহ একাধিক ক্ষেত্রে সুসময়ের চিহ্ণ স্পষ্ট এই ক্লাবের। সম্প্রতি ক্লাবের সাথে চুক্তি বদ্ধ হচ্ছে চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী কোস্টারিকার জাতীয় দলের খেলোয়াড় জনি অ্যাকোস্টা। শুধু তাই নয় অল্প দিনের মধ্যে দলের সাথে চুক্তি বদ্ধ হলেন দেশের জনপ্রিয় খেলোয়ার সুনীল ছেত্রী , রবিনহোর মতো অভিজ্ঞ ফুটবলার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনকি আগামী মরশুমে ইষ্টবেঙ্গল দলের আইএসএলে খেলাও একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। সেখানে সর্বক্ষণের প্রতিপক্ষ দল মোহনবাগান এখনও স্পনসর জোগাড় করতে নাকানিচোবানি খাচ্ছে। প্রসঙ্গতঃ বিগত কয়েকদিন ধরে সবুজ মেরুন শিবিরের স্পনসর নিয়ে কয়েকটি নাম উঠে আসলেও তা পাকাপাকি হয়নি। যদিও এই ক্লাব সমর্থকদের একাংশের দাবি এইসবই হয়েছে ক্লাব নির্বাচনের কথা চিন্তা করেই।

দলের বর্তমান ক্ষমতাসীন শিবিরের সদস্যদের মধ্যেই কোন সদ্বাভ নেই । যার প্রমান পাওয়া গিয়েছিলো ক্লাবের বার্ষিক সাধারণ সভায়। এদিন দুপুরে ক্লাব সমর্থকদের ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটলো ক্লাব চত্বরেই। বেশ কিছুদিন যাবত চলা ক্লাবের অচলাবস্থা দূর করতে এদিন সক্রিয়তা দেখালেন খোদ ক্লাব সমর্থকেরা। ‘হোক প্রতিবাদ’ কর্মসূচির মাধ্যমে ক্লাব চত্বর থেকেই তারা সরব হলেন।

ক্লাব তাঁবুতে পোস্টার, ব্যানার হাতে অসংখ্য মোহনবাগান সমর্থক এদিন ধরনা দিলেন। এদিন গান এবং স্লোগানের মাধ্যমে ক্লাব প্রসঙ্গে নিজেদের ভাবনা চিন্তার কথা ক্লাব কর্তাদের কানে পৌঁছেও দিলেন তাঁরা। তাদের স্লোগান, কর্পোরেট চাই, ইনভেস্টমেন্ট চাই, ডেভলপমেন্ট চাই ‘র মধ্যে দিয়ে তাঁরা ক্লাব কর্তাদের বুঝিয়ে দিলেন মোহনবাগানে যে অর্থাভাব যাচ্ছে তা কাটাতে পারে একমাত্র কর্পোরেট স্পনসরই ।

এদিনের ধর্না অভিযান যে প্রথম দিনেই ক্লাব কর্তাদের মধ্যে চাঞ্চল্য এনেছে সেই বিষয়ে নিশ্চিত ক্লাব সমর্থকেরা। এদিন তাঁরা দাবিও করলেন তাঁদের দাবি মত ক্লাবের তরফ থেকে ক্লাব রক্ষার্থে কোনো ইতিবাচক উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে তাঁরা অবশ্যম্ভাবী ভাবেই বড় আন্দোলনের পথে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!