এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে বাড়িতে বসেই এবার সাধারণের জন্য রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে জিও! জানুন বিস্তারিত

লকডাউনে বাড়িতে বসেই এবার সাধারণের জন্য রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে জিও! জানুন বিস্তারিত


করণা সংক্রমণের ব্যাপক প্রভাব আটকাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। গত 24 মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন, চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। এই মুহুর্তে সবাই গৃহবন্দী। স্কুল-কলেজ, অফিস-কাছাড়ি সব কিছুই এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। করোনা আতঙ্কে যদিও মানুষ গৃহবন্দী, কিন্তু বেশ কিছু মানুষ এখনো ইন্টারনেটের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন work-from-home বেসিসে। তবে বেশিরভাগ মানুষই এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন।

তবে যারা এই মুহূর্তে কর্মহীন, তাঁদের জন্য রিলায়েন্স কোম্পানী নিয়ে এসেছে এক অনন্য সুযোগ রোজগারের। করোনা পরিস্থিতি দিনে দিনে এতটাই ঘোরালো হয়ে উঠেছে, যাতে মনে করা হচ্ছে লকডাউন পরিস্থিতি আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে কিছু মানুষ বাড়ি থেকে কাজ করলেও একটা অংশ সম্পূর্ণরূপে কর্মহীন হয়ে পড়েছেন। জিওর তরফ থেকে এবার নতুন সুযোগ এসেছে ইনকামের। জিওর পক্ষ থেকে জানা গেছে, এই সময় যদি অন্য গ্রাহকের জিও নাম্বার রিচার্জ করে দেওয়া যায়, তাহলে হাতেনাতে কমিশন পাওয়া যাবে।

কমিশন অর্থে টাকা। কিছুটা হলেও এই টাকা পেয়ে সাধারণ মানুষের উপকার হবে বলেই মনে করছে আম্বানি সংস্থা। সূত্রের খবর, কিছুদিন আগেই জিও পস লাইট বলে একটি অ্যাপ হাজির করেছে রিলায়েন্স জিও কোম্পানি। সূত্রের খবর, এই অ্যাপের মাধ্যমে একজন জিও নাম্বার গ্রহীতা অন্য একটি জিও নাম্বারকে রিচার্জ করে দিতে পারবেন। আর তার জন্য প্রথমে রেজিস্টার করতে হবে অবশ্যই। আর তারপর অন্য নাম্বার রিচার্জ করে কমিশন পাওয়া সম্ভব হবে। তবে নাম্বার রেজিষ্টার করতে গেলে কোনো প্রামাণ্য তথ্য ও নথি জমা দিতে হবে না।

তবে শুধুমাত্র জিও পস লাইট থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে। অন্য নাম্বার এই অ্যাপ থেকে রিচার্জ করে দিলেই যিনি রিচার্জ করবেন তাঁর অ্যাকাউন্টে সাথে সাথে কমিশন অর্থাৎ টাকা ঢুকে যাবে বলে জানা গেছে। জিও পস অ্যাপে নিজের নাম্বার রেজিস্টার করতে গেলে বেশ কিছু পদক্ষেপ পেরোতে হবে। প্রথম ধাপে নিজের মোবাইলে জিও পস লাইট ইনস্টল করতে হবে। এরপর নিজেকে জিও পার্টনার হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর ওয়ালেট রিচার্জ করতে হবে, সেখানে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা টপআপ রিচার্জ করে রেখে দেওয়া যাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জিও পজ লাইট থেকে যদি রিচার্জ করা হয় তাহলে প্রায় 4.16% কমিশন পাওয়া যাবে। যা এই দুর্মূল্যের বাজারে যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, এই অ্যাপের মধ্যেই একটি পাস বই থাকবে, সেখানে সমস্ত তথ্য রাখা থাকবে। অর্থাৎ কবে, কোথায় কিভাবে রিচার্জ হয়েছে সেই সমস্ত তথ্য তো থাকবেই, পাশাপাশি কত টাকা রিচার্জ হয়েছে?, রিচার্জ করার পর অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, সেই হিসাবও দেওয়া থাকবে বলে জানা গেছে।

অন্যদিকে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যেক 100 টাকা রিচার্জ করলে 4.166 টাকা রিচার্জ কর্তার অ্যাকাউন্টে যোগ হবে। আরও জানা গেছে, এই নতুন অ্যাপ থেকে জিওর অন্যান্য প্রিপেড প্ল্যানগুলি দেখে যেকোন কাউকে রিচার্জ করে দেওয়া যাবে। তবে এই প্ল্যান থেকে অবশ্যই জিও নাম্বারে রিচার্জ হবে। সংস্থার পক্ষ থেকে বারবার বলা হয়েছে মাই জিও অ্যাপ, বা জিও ওয়েবসাইট থেকে রিচার্জ করলে কমিশন পাওয়ার সুবিধা কিন্তু পাওয়া যাবে না। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু মাত্র কয়েক দিনের জন্যই জিও অ্যাপ থেকে রিচার্জ করে কমিশন পাওয়ার সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে, টেলিকম বিশেষজ্ঞরা জিওর পক্ষ থেকে এ ধরনের মানবিক, অথচ কর্মোপযোগী প্ল্যান নিয়ে আসার জন্য যথেষ্ট প্রশংসা করেছেন‌। সূত্রের খবর, এই মুহুর্তে দেশের বেশিরভাগ মানুষের মোবাইল নাম্বার জিও টেলিকম নেটওয়ার্ক অন্তর্ভুক্ত। সেই সূত্রে টেলিকম বিশেষজ্ঞরা দাবি করেছেন, জিও গ্রাহকরা যদি লকডাউনের এই সময়টিকে কাজে লাগিয়ে কিছু অর্থ উপার্জন করতে পারেন জিও অ্যাপ এর মধ্য দিয়ে, তাহলে তার থেকে ভালো কিছু আর হয় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!