এখন পড়ছেন
হোম > জাতীয় > ১৪ ই এপ্রিলের পর কি চলবে বেশ কিছু ট্রেন? জেনে নিন বিস্তারিত

১৪ ই এপ্রিলের পর কি চলবে বেশ কিছু ট্রেন? জেনে নিন বিস্তারিত

বর্তমানে করোনা ভাইরাস আটকাতে ভারতবর্ষ লকডাউনের মধ্যে রয়েছে। আগামী 14 এপ্রিল এর মেয়াদ শেষ হবে। তবে তার পরেও লকডাউন বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠকে এই ব্যাপারে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার ফলে সকলের মনে একটাই প্রশ্ন, আবার কি লকডাউন হবে?

তবে এই প্রশ্নের উত্তর আগামী শনিবার প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বৈঠকের পরই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু যদিও বা লকডাউন বৃদ্ধি পায় তাহলে রেল পরিবহনের ক্ষেত্রে কি কোনো শিথিলতা গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, লকডাউনের মধ্যে দূরে আটকে পড়া যাত্রীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মোকাবিলা করতে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের কোচকে আইসোলেশন কোচে পরিণত করা হয়েছে। এদিকে 15 এপ্রিল বুধবার থেকে বেশকিছু ট্রেন চলার কথা থাকলেও, 21 টি ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রেল। বাকি 10 টি ট্রেন বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে। আর এমত পরিস্থিতিতে যখন আবার লকডাউনের প্রবল সম্ভাবনা রয়েছে, তখন 14 এপ্রিলের পর কি ট্রেন চালানো সম্ভব হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেল কর্তাদের অনেকেই এই ব্যাপারে এখন মুখ খুলতে চাইছেন না। তারা শুধুমাত্র লক্ষ্য রাখছেন কেন্দ্রের সিদ্ধান্তের ওপর। তবে যদিও বা ট্রেন চালু হয়, তাহলে বেশ কিছু নির্দেশিকা প্রয়োগ করতে হবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখা, স্লিপার এবং এসিতে মিডিল বার্থ না থাকা, সমস্ত স্টেশনের প্রবেশের সময় থার্মাল স্ক্রীনিং এবং 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের ট্রেনযাত্রা অনুমোদন না দেওয়া মত ব্যাপার রয়েছে।

তবে পশ্চিমবঙ্গের কলকাতা বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত মেট্রো শহর এখন করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থানে রয়েছে। তাই সেদিক থেকে 30 এপ্রিলের আগে সেই শহরগুলিতে ট্রেন চালানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না রেল কর্তৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে রেলের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, “কেন্দ্র গোটা দেশকে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে তিনটি জোনে ভাগ করতে চাইছে। লাল হলুদ এবং সবুজ।”

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “রেড জোনে কোনরকম যাত্রী পরিবহনের প্রশ্ন নেই‌। ইয়োলো জোনে নিয়ন্ত্রিত চলাচল সম্ভব এবং গ্রীন জোনে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হতে পারে।” বিশেষজ্ঞরা বলছেন, রেল কর্তারা যে কথাই বলুন না কেন, কেন্দ্রীয় সরকার লকডাউনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, তারপরই রেল পরিবহন চলাচলের ব্যাপারে চূড়ান্ত আভাস পাওয়া যাবে। সব মিলিয়ে এখন কেন্দ্রের পক্ষ থেকে লকডাউনের সিদ্ধান্ত দেখেই রেলের পরিস্থিতি বুঝতে চাইছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!