এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজরে সরঞ্জাম-ওষুধ, করোনার বিরুদ্ধে লড়তে রাজ্যগুলিকে ৩ ধাপে আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র

নজরে সরঞ্জাম-ওষুধ, করোনার বিরুদ্ধে লড়তে রাজ্যগুলিকে ৩ ধাপে আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র


বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে কোভিড 19 ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাস। চীনের ইউহান প্রদেশ থেকে যে ভাইরাসের উৎপত্তি, ক্রমে ক্রমে সেই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্করভাবে। ভারতেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে ইতিমধ‍্যে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে করোনা ভাইরাস ব্যাপক আকারে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। অন্যদিকে, বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে করোনা ভাইরাসের মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়।

কেন্দ্রীয় সরকারও সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এবার সেই আর্থিক প্যাকেজকেই রূপায়ণ করার পালা। সংক্রমণ আটকানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য যে আর্থিক প্যাকেজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে এবার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। টাকা পাঠানোর প্রস্তুতিতে এবার দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিব, প্রিন্সিপাল সচিব ও স্বাস্থ্য কমিশনারদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে, পুরো আর্থিক প্যাকেজটি তিন ধাপে দেওয়া হবে। এই অর্থ করোনা মোকাবিলায় জাতীয় ও রাজ্য স্তরের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে জরুরী চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধপত্র কেনার জন্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানা গেছে 2020 সালের জানুয়ারি থেকে 2024 এর মার্চ পর্যন্ত এই সময়কালে তিন ধাপে টাকা পাবে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। সমস্ত রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবছরের প্রথম কিস্তি পেতে চলেছে জুনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এই অর্থ দিয়ে কি কি কাজ করতে হবে। জানা গেছে, আইসোলেশন ওয়ার্ড ঢেলে সাজানো থেকে শুরু করে করোনাভাইরাস ট্রিটমেন্ট হয় যে হাসপাতালগুলিতে, সেগুলির পরিকাঠামো যথাযথভাবে গঠন করা, আইসিইউ ও ভেন্টিলেটর সিস্টেম গড়ে তোলা, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা এবং ল্যাবরেটরীগুলিকে ঠিক মতন কার্যকর করে তোলার জন্য এই টাকা দেওয়া হবে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা চিকিৎসা করার জন্য পিপিই এবং n95 মাস্ক সরবরাহ করবে কেন্দ্র। তবে করোনা সংক্রমণ আটকাতে যে পরিকাঠামো গঠন করা হবে রাজ‍্যের তরফ থেকে, তাতে কেন্দ্র 100% আর্থিক সাহায্য করবে বলে জানা গেছে। অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রাজ্যের জনসংখ্যা, তার বিন্যাস এবং সেখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ বিবেচনা করে এই আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামো সেই অর্থে উন্নত দেশগুলোর তুলনায় যথেষ্ট নিম্নমানের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ এর ফলে রাজ্যগুলি যদি করোনা মোকাবিলায় সামান্যতম অগ্রসরতা লাভ করে, তাহলে তা যথেষ্ট ভালো খবর বলে মনে করছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। আপাতত প্রতিটি রাজ্য কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ এর ওপর নির্ভর করে নিজেদের স্বাস্থ্য পরিকাঠামোকে সাজিয়ে তুলতে আগ্রহী বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!