এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের আগে জনতার মন পেতে বিনামূল্যে ওষুধের পাশাপাশি এবার অক্সিজেন সিলিন্ডারও দেবে তৃণমূল?

ভোটের আগে জনতার মন পেতে বিনামূল্যে ওষুধের পাশাপাশি এবার অক্সিজেন সিলিন্ডারও দেবে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় আছে, ভোট বড় বালাই। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এখন প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে, কি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর তারই অঙ্গ হিসেবে ভয়াবহ করোনা এবং দুর্যোগের পরিস্থিতি পরবর্তী সময়কালে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে শাসক থেকে বিরোধী দুই রাজনৈতিক দল। ইতিমধ্যেই বিনামূল্যে ওষুধ দেওয়ার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার নিখরচায় সংকটাপন্ন মানুষদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল কালচিনি ব্লক তৃণমূল নেতৃত্ব।

আর বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, সেফ হাউসে কোনো রোগীর হঠাৎ শ্বাসকষ্ট হলে তাকে তৃণমূলের পক্ষ থেকে আপদকালীন পরিস্থিতি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। এছাড়াও কোন হাসপাতালে ভর্তি থাকা কিডনি, ক্যান্সার এবং হার্টের কোনো রোগীকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে এই অক্সিজেন সিলিন্ডার। জানা গেছে, গত এপ্রিল এবং মে মাসে 22 টি চা বাগানসহ কালচিনি এবং দলসিং পাড়ায় প্রায় 500 জন দুস্থ ক্যান্সার, হার্ট এবং কিডনি আক্রান্ত রোগীদের বাড়িতে বিনামূল্যে ওষুধ পৌঁছে দিয়েছে কালচিনি ব্লক তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংকটাপন্ন পরিস্থিতে অক্সিজেন সিলিন্ডারের যাতে কোনো অভাব না হয়, তার জন্যই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে কালচিনি ব্লক তৃণমূল সভাপতি অসীম মজুমদার বলেন, “টেকনিক্যাল ছাড়া কেউ অক্সিজেন সিলিন্ডার লাগাতে পারেন না‌। তাই আমরা ঠিক করেছি সেফ হাউসের কোনো রোগীকে হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পাঠাব।” কিন্তু বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “ভালো উদ্যোগ। কিন্তু তৃণমূল জমানায় সরকারিভাবে যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, কালচিনি ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগেই তার প্রমাণ মিলেছে।

বিধানসভা ভোটের আগে মানুষের মন পেতে এরা এই উদ্যোগ নিয়েছে। এতে কোনো লাভ হবে না।” তবে বিজেপির যুক্তি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। কিন্তু যেভাবে বিধানসভা ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, তাতে ঘাসফুল শিবির অনেকটাই লাভবান হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!