এখন পড়ছেন
হোম > রাজ্য > উলটপুরাণ! এবার তৃণমূল কর্মীকে মারধর, খুনের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

উলটপুরাণ! এবার তৃণমূল কর্মীকে মারধর, খুনের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে


রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সমাপ্তি হলেও জেলায় জেলায় সন্ত্রাসের ঘটনা অব্যাহত। এবার মালদহের মানিকচক চৌকি মিরজাতপুরে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর, খুনের চেষ্টার অভিযোগ উঠলো গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এদিনের ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মাহাতব। চিকিৎসার প্রয়োজনে তাঁকে মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে এদিনের ঘটনা প্রসঙ্গে জানা গেল আক্রান্ত শেখ মাহাতব এবার পঞ্চায়েত ভোটে গ্রামপঞ্চায়েত মিরজাতপুরের ১০ নম্বর বুথের প্রার্থী হয়েছিলেন এবং তিনি ঐ আসনে জয়লাভ ও করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে নির্বাচনের আগে থেকেই এলাকায় শাসক দল এবং বিরোধী দলের বিবাদের ঘটনা কম বেশি লেগেই রয়েছে। নির্বাচনের দিনেও তার জের বজায় ছিলো। উল্লেখ্য এই অঞ্চলের ১৭ টি আসনের মধ্যে ৭ টি আসনে জয়লাভ করে গেরুয়া শিবির। এদিন রাতে শেখ মাহাতব শহর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ঐ সময়ে ধরমপুর বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় । তাঁকে বাইক থেকে মাটিতে ফেলে দিয়ে রড, হাঁসুয়া দিয়ে শারীরিক নির্যাতন করে। অভিযোগ উঠেছে আক্রমনকারী দুষ্কৃতি দল গেরুয়া শিবিরের মদত পুষ্ট। ঐ রাতে আক্রান্ত তৃণমূল কর্মীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনা স্থলে ছুটে এলে দুষ্কৃতিরা চম্পট দেয়। এদিনের ঘটনায় বিজেপি দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মালদহ বিজেপি জেলা কমিটির সম্পাদক সন্তোষ মণ্ডল বললেন, ”এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। এটা সম্পূর্ণ গ্রাম্যবিবাদ। দু’পক্ষের ঝামেলা। মিথ্যো অভিযোগ করে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে তৃণমূল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!