এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলের মরশুমে এবার ব্যাপক কটাক্ষের মুখে পড়লেন তৃণমূলের অন্যতম মুখপাত্র, ব্যাপক জল্পনা

দলবদলের মরশুমে এবার ব্যাপক কটাক্ষের মুখে পড়লেন তৃণমূলের অন্যতম মুখপাত্র, ব্যাপক জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, সদস্যরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরেই বেশির ভাগ তৃণমূলে ফিরে আসার পক্ষপাতী। ইতিমধ্যেই অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলেও  এসেছেন। এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে গতকাল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় মন্ত্রীত্ব ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার ধুম লেগেছিল ঠিক সে সময় একাধিক প্রচার মঞ্চ থেকে দলবদলকারীদের বিরুদ্ধে তোপ দেগেছিল তৃণমূল।

এক্ষেত্রে সর্বাগ্রে যার নাম উঠে আসে, তিনি হলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। রীতিমতো তিনি দাবি করেছিলেন, যারা দলবদল করে চলে গেলেন বিজেপিতে, তাঁরা যাতে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর দেখা করতে না পারেন সেই ব্যবস্থা তিনি করবেন। ভোট মিটে যাওয়ার পর অবশ্য ঘটনা অন্য খাতে বইছে। বিধানসভা নির্বাচনে বিশাল জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল এবং তারপর থেকেই মুকুল রায় থেকে শুরু করে হালফিলের রাজীব বন্দ্যোপাধ্যায় যারা দলবদলু হিসেবে চিহ্নিত হয়েছিলেন একসময়, তাঁরা আবার ফিরে এসেছেন পুরনো দলে। অনেকেই আবার তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল আগরতলার মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে এলেন এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে একাধিক কটাক্ষ, মিম ঘুরে বেড়াচ্ছে। বেশিরভাগ সমালোচনাকারীরা দেবাংশুর একসময়ের দলবদলকারীদের জন্য হুঁশিয়ারিকে এবার উল্লেখ করে তীব্র কটাক্ষ করে চলেছে। এমনকি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ পর্যন্ত ছাড়েননি দেবাংশুকে। তিনিও তাঁর পেজ থেকে এবং ব্যাক্তিগত অ্যাকাউন্ট থেকে দেবাংশুকে একাধিক কটাক্ষ করে পোস্ট করেছেন।

তবে যাকে নিয়ে এত সমালোচনা সোশ্যাল মিডিয়ায়, তিনি নিজে অবশ্য কোনো কিছুকেই পাত্তা দিতে রাজি নয়। আর সেটা বোঝা গেছে দেবাংশু ভট্টাচার্যের পোস্টে। দেবাংশু পাল্টা বিজেপিকে দুর্বল করতে চাইছেন। এবং তার জন্য তিনি পাল্টা কটাক্ষ করেছেন তাঁর সমালোচনাকারীদের। তবে প্রশ্ন উঠছে, যেভাবে দলবদলকারীরা বিজেপি থেকে আবার এসে তৃণমূলে ভিড় জমাচ্ছেন, তাতে আরো একবার তৃণমূল শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা জটিল আকার ধারণ করবে নাতো? রাজনৈতিক মহলে এটাই এখন সবথেকে বড় আলোচ্য বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!