এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমণে কিছুটা লাগাম এলেও, ঊর্ধ্বমুখী মৃত্যুর হার

সংক্রমণে কিছুটা লাগাম এলেও, ঊর্ধ্বমুখী মৃত্যুর হার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ অতিক্রম করেছিল, এযাবৎকালে যা সর্বোচ্চ, তারপর থেকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কিছুটা করে কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজারের বেশি মানুষ। যা গতকালের তুলনায় ১১ হাজার কম। তবে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের। যা যথেষ্ট উদ্বেগজনক।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৩৪৪৯ জনের। দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও, মৃত্যুর মিছিল লাগামছাড়া। এদিকে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দু’কোটির গণ্ডি অতিক্রম করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৬২১ জন। গত ২৪ ঘন্টায় এরাজ্যে করোনা মুক্ত হলেন ৫৯ হাজার ৫০০ জন। করোনা আক্রান্তের তুলনায় করোনামুক্তর সংখ্যা বৃদ্ধি কিছুটা স্বস্তি দিয়েছে বিশেষজ্ঞদের। গত ২৪ ঘন্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১১ জন, কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪৩৮ জন।

দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,০৪৩ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৫০১ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনাতে মৃত্যু ঘটেছে ৯৮ জনের। আবার, দেশে এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জনকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!