এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তর থেকে দক্ষিণ, করোনার দাপট অব্যাহত পশ্চিমবঙ্গে

উত্তর থেকে দক্ষিণ, করোনার দাপট অব্যাহত পশ্চিমবঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যজুড়ে, কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না করোনা সংক্রমণে। রাজ্যজুড়ে আংশিক লকডাউন জারি করেও, রাজ্যের করোনা সংক্রমণ কিছুতেই রোখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় রাজ্যে সাড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, প্রায় ১০০ জনের মৃত্যু ঘটেছে করোনাতে। তবে, আশা জাগিয়ে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৫০১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৫ হাজার ৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে মোট ৯৮ জনের। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজারের কিছুটা বেশি মানুষের। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনাকে কেন্দ্র করে। এই দুই জেলায় সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রায় ৫০ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৯০ জন, ২১ জনের মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৬৫ জন, মৃত্যু ঘটেছে মোট ২৩ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনার হাসপাতাল, নার্সিং হোম, অন্যান্য চিকিৎসাকেন্দ্রতে শুরু হয়েছে বেডের অভাব। সেই সঙ্গে ভ্যাকসিন এর অভাব, অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৬২ জন, হাওড়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন, হুগলি জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮০৪ জন, নদীয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৪ জন, পশ্চিম বর্ধমানে ৯৬৪ জন, পূর্ব বর্ধমানে ৬৫৬ জন।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪১ জন, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যা সর্বাধিক। মালদহ জেলার করোনা আক্রান্ত হয়েছেন ৫২২ জন, জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৯ জন, কোচবিহার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪৩ জন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!