এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১ লা জানুয়ারী থেকেই বাড়তে চলেছে বেতন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১ লা জানুয়ারী থেকেই বাড়তে চলেছে বেতন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে প্রাপ্ত ডিএ ৫৪% কম রাজ্য সরকারি কর্মচারীদের। যা নিয়ে দীর্ঘদিন ধরেই হতাশা তাঁদের মধ্যে। প্রতিবাদ-আন্দোলনে কোনো কাজ না হওয়ায় অবশেষে তাঁরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলা বিচারাধীন থাকাকালীনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ১৫% ডিএ দেবে। এই ঘোষণার পর বিতর্ক কম হয় নি, বিরোধীরা অভিযোগ আনেন আদালতে চলতে থাকা মামলা ধামাচাপা দিতেই রাজ্য সরকার এমন ঘোষণা করেছে। আদালতও রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এই ঘোষণা ‘গেজেটেড নোটিফিকেশন’ করে করতে হবে। রাজ্য সরকারও আদালতের নির্দেশ মত তা করে, তবে জানুয়ারী মাসের কোন তারিখ থেকে তা কার্যকর হবে তা রাজ্য সরকার নির্দিষ্ট করে কিছু জানায়নি।
তবে সূত্রের খবর, এই বর্ধিত ডিএ ১ লা জানুয়ারী থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন, ফলে ঐদিন থেকেই তাঁদের বেতন বাড়তে চলেছে। এর জন্য রাজ্যের কোষাগার থেকে আরো অতিরিক্ত প্রায় ৪৫০০ কোটি টাকা ব্যয় হতে চলেছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। আর এই খবর সামনে আসতে একদিকে যেমন রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির ছোঁয়া, অন্যদিকে তেমনই এই ১৫% ডিএ হাতে পাওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্য ডিএর ফারাক রইল ৩৯% বলে হাহুতাশ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ২০১৯ সালের মধ্যে বাকি বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!