কেন্দ্রের বঞ্চনার অভিযোগ উড়িয়ে মানস ভূঁইয়াকে পাই-পয়সার হিসেবে বোঝালেন মন্ত্রী জাতীয় রাজ্য July 24, 2018 এই রাজ্যের প্রকল্পে বরাদ্দ অর্থ কমিয়ে দিল কেন্দ্র। তাদের বক্তব্য এই বিষয়ে আগেই সুচনা দেওয়া হয়েছিল। বিষয়টি সামনে এসেছে কেলেঘাই-কপালেশ্বরী-বাঘাই নদী সংস্কার প্রকল্পে বরাদ্দ নিয়ে। এই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের অংশীদারি ছিল ৭৫-২৫ অনুপাতে। এখন কেন্দ্র জানাচ্ছে ৫০-৫০ অংশীদারিত্বের কথা। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। গত ১৯ জুলাই রাজ্যসভায় জিরো আওয়ারে মানস ভুঁইয়া কেলেঘাই-কপালেশ্বরী-বাঘাই নদী সংস্কার প্রকল্পে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন। তার জবাবে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর বিবৃতি দেন এই প্রকল্পের জন্য মোট ৬৫০ কোটি বরাদ্দ হয়েছিল। এখনও পর্যন্ত প্রথম পর্যায়ের প্রকল্পের জন্য ৩২৫কোটি ২০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। তারমধ্যে কেন্দ্র ১৭০ কোটি টাকা দিয়েছে। ২০১৭-২০১৮ অর্থবর্ষেও ৮ কোটি টাকা দেওয়া দেওয়া হয়েছে। এর জবাবে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন ‘৬৫০ কোটি টাকার প্রকল্পে কেন্দ্রের দেওয়ার কথা ছিল ৪৮৭ কোটি ৫০ লক্ষ টাকা। এখন উল্টো সুর সরকারের গলায়। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়।’ ২০১২ সালে ১৭ ফেব্রুয়ারি ভগবানপুরের আটাখালিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেও গত দু বছরে প্রকল্পের কাজ এগোয়নি একটুও। এর কারণ হিসেবে উঠে আসছে কেন্দ্রের অর্থ জোগানের সদিচ্ছার অভাব। আপনার মতামত জানান -