এখন পড়ছেন
হোম > রাজ্য > গোটা রাজ্যে ১ লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়েছে ,এমনটাই দাবি শিক্ষামন্ত্রীর

গোটা রাজ্যে ১ লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়েছে ,এমনটাই দাবি শিক্ষামন্ত্রীর

প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত গোটা রাজ্যে শাসক সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা।গতকাল বর্ধমানের বাজেপ্রতাপপুরে পৌষালি মিলন উৎসব অনুষ্ঠানে যোগদান করে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন বর্ধমানের ৪ নম্বর পুরসভার একটি সরকারি উর্দু মাধ্যম বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী ছাড়াই শিক্ষকের মাইনে নেওয়ার ঘটনা সামনে আসায় পার্থবাবু জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে সমালোচনার তোপ দেগে বললেন,এই বিষয়টি ডিআই এবং এসআই নিশ্চিত রূপেই জানতেন।তাও তাদের পক্ষ থেকে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি।আসলে রাজনৈতিক রদবদল হলেও অভ্যাস বদলাতে পারেনি তারা।একই সঙ্গে তিনি জানান কলকাতায় গিয়ে ওই শিক্ষকের দ্রুত অন্য জায়গায় বদলির ব্যবস্থা করবেন তিনি।উল্টোদিকে শাসকদলের পক্ষ থেকে গোটা রাজ্যে চালু হওয়া শিক্ষা বিষয়ক নানান প্রকল্পের প্রসঙ্গে তুলে তিনি বললেন,গোটা রাজ্যে প্রায় ৪০ হাজার ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে কন্যাশ্রী। এছাড়াও কলাবিভাগ এবং বিজ্ঞানবিভাগের ছাত্রীদের জন্য বছরে ২০০০ এবং ২৫০০ টাকার স্কোলারশীপেরও ব্যবস্থা করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।পাশাপাশি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কোলারশীপের টাকা বাড়িয়ে ২০০ কোটি রাখা হয়েছে।গোটা রাজ্যে ৯ টি নতুন মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে।একই সাথে ২৩ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করা হয়েছে।যারফলে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তরে সিট্ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৭৭।

অন্যদিকে এদিন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা পার্থবাবুর হাতে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র জাল হবার বিরুদ্ধে চিঠি দেন।এই ঘটনাকে সঠিক রূপে খতিয়ে দেখাবে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!