‘মুকুল রায় যেটা বলেন, সেটা করেন না। আর যেটা করেন, সেটা বলেন না’ বিশেষ খবর রাজ্য January 14, 2018 গতকালই নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করে আসেন, এরাজ্যে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হয় না, সেটা হলেই শাসকদলের গদি উল্টে যেত। আর মুকুল বাবুর এহেন মন্তব্যের পরে তাঁর বিরুদ্ধে আজ তীব্র আক্রমন শানালেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক বৃদ্ধাশ্রমের প্রায় দু-হাজার সদস্যের উপস্থিতিতে তাঁদের মিলন উত্সবে হাজির হয়ে শীতবস্ত্র ও মানপত্র তুলে দেন খাদ্যমন্ত্রী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন দল্টায়গি নেতা মুকুল রায়ের উদ্দেশ্যে। তিনি বলেন – ১. মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে নিজেকে বিরাট মনে করছেন ২. সময় এলেই উনি বুঝতে পারবেন – উনি আসলে কী ৩. আর বেশি দেরি নেই বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে যে নির্বাচনটা আছে (নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচন) তার ফলাফলটা শুধু বের হতে দিন, দেখবেন মুকুল রায়ের শক্তি আসলে কতটা ৪. মুকুলবাবু তিনটি বুথ সামলাতে পারেননি, এখন ৬০ হাজার বুথের কথা ভাবতে শুরু করেছেন ৫. আগে ৬০ হাজার সংখ্যাটা ভাবুন, তারপর অন্য কিছু ভাববেন ৬. অবশ্য তার আগে ২ তারিখের কথাটাও ভাববেন ৭. ২ তারিখ দুই উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই উনি বুঝতে পারবেন কত ধানে কত চাল ৮. বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কী প্রতিফলন হল, তা আগে দেখুন মুকুলবাবু ৯. তারপর আপনি কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ-মালদহের দিকে তাকাবেন ১০. মুকুল রায় যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা বলেন না আপনার মতামত জানান -