এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের আগেই শাসক শিবিরকে বড়সড়ো ধাক্কা গেরুয়া শিবিরের, হাওয়া কি ঘুরছে?

নির্বাচনের আগেই শাসক শিবিরকে বড়সড়ো ধাক্কা গেরুয়া শিবিরের, হাওয়া কি ঘুরছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতানুযায়ী প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূল শিবিরের ভাঙন ক্রমশ সুস্পষ্ট হচ্ছে। রাজ্যের বুকে জমে উঠেছে একুশের নির্বাচনী লড়াই। প্রতিটি ছোট বড় দল ময়দানে নেমে পড়েছে। প্রত্যেকেরই নিজস্ব সমীকরণ অনুযায়ী লড়াইয়ের ময়দান সাজাচ্ছে। কিন্তু তার মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল শিবির চূড়ান্ত অস্বস্তিতে এই মুহুর্তে। ইতিমধ্যেই তৃণমূল শিবিরের প্রার্থী ঘোষণার কাজ সারা। এবার মালদা জেলার শাসক শিবিরের ভাঙনের জেরে তৃণমূলের জেলা পরিষদের বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, জেলা পরিষদের 15 জন সদস্য বিজেপিতে যোগ দিতে পারেন। আর তাহলেই বিজেপির কেল্লা ফতে। গেরুয়া শিবিরের হাতে উঠে যাবে মালদা জেলা পরিষদ। জানা গিয়েছে, জেলা পরিষদের সভাপতি এবং কর্মাধ্যক্ষ মিলিয়ে মোট 15 জন তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন ভোটের আগে। অবশ্য বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় এখনিই রয়েছে মালদায় বিজেপি বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। শোনা যাচ্ছে, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল থেকে জেলা কর্মাধ্যক্ষ সরলা মুর্মু বিজেপিতে যোগ দিতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাঁদের সঙ্গে জেলা পরিষদের 15 জন সদস্য যাবেন বলে জোর জল্পনা। খুব স্বাভাবিকভাবেই মালদা জেলা ঘিরে ক্রমশ শাসকদলের চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। আর ভোটের মুখে মালদার জেলা পরিষদ হাতছাড়া হওয়া শাসক শিবিরের জন্য যে মোটেই খুব একটা সুখবর নয়, তা বলাইবাহুল্য। উল্লেখ্য, মালদা জেলা পরিষদের 38 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে রয়েছে 31 টি আসন। বিজেপির হাতে রয়েছে পাঁচটি এবং কংগ্রেসের হাতে রয়েছে দুটি আসন।

সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি 15 জন সদস্য বিজেপিতে চলে যান, তাহলে স্বাভাবিকভাবেই শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা উঠে যাবে গেরুয়া শিবিরের হাতে। অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে বিজেপি। কাজেই তখন জেলা পরিষদ বিজেপির দখলে চলে যাবে। আর তা যদি হয় তাহলে নির্বাচনের আগেই গেরুয়া শিবিরের হাতে উঠে আসবে বড়োসড়ো জয়। যা গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আপাতত হঠাৎ আগত এই বড় বিপর্যয় সামাল দিতে তৃণমূলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দিকেই চোখ থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!