এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলবদল নিয়ে মুখ খুলে বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মদন মিত্র, সবার নজরে প্রাক্তন পরিবহণমন্ত্রী

দলবদল নিয়ে মুখ খুলে বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মদন মিত্র, সবার নজরে প্রাক্তন পরিবহণমন্ত্রী

দীর্ঘদিন সারদা মামলায় জেল খাটতে হয়েছে তাঁকে। তারপর শ্রীঘর থেকে বেরিয়ে ফের রাজনীতির রণাঙ্গনে আসেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র। সদ্য অনুষ্ঠিত হওয়া ভাটপাড়া বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল কিন্তু সেখানেও হেরে যেতে হয় মদন মিত্রকে। ফলে এককালের দাপুটে তৃণমূল নেতা যে তার ক্রেজ হারাচ্ছেন, সেই ব্যাপারে আশঙ্কা ছিল মদনবাবুর অনুগামীদের।

আর এরপরই কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে মদন মিত্রের কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়ায়। তিনি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তার কাছে সমস্ত রাস্তা খোলা বলে দলবদলের জল্পনাকে উসকে দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

এমনকি ফেসবুক লাইভে তার বক্তব্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি খোঁচা দিয়েছেন বলে দাবি করেন সমালোচক মহলের একাংশ। যার কারণ হিসেবে মদন মিত্র যখন জেলে ছিলেন তখন তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ক্লিনচিট দেওয়া হয়নি বলে পেশ করা বক্তব্যকে হাতিয়ার করেছেন অনেকে। আর রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের এহেন বক্তব্যের পরই অবশেষে কি তাহলে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন! এই জল্পনা সব মহলে ছড়াতে শুরু করে।

আর এবার নিজের দলবদলের জল্পনাকে আরও উসকে দিতে দেখা গেল সেই মদনবাবুকে। সূত্রের খবর, এদিন সারদা মামলার জন্য বারাসাত আদালতে হাজিরা দিতে আসেন মদন মিত্র। আর সেখানেই প্রথমে বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, “অনৈতিকভাবে ইভিএম দিয়ে গোটা দেশ জিতেছে বিজেপি। ফ্রেশ ইলেকশন হলে বিজেপি ঝড়া পাতার মতো উড়ে যাবে।” কিন্তু লোকসভা নির্বাচনের পর যেভাবে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক, নেতাকর্মীরা গেরুয়া শিবিরে যোগদান করছেন, তাতে তো দিনকে দিন শাসক দলের অস্তিত্ব তলানিতে ঠেকছে!

এদিন এই প্রসঙ্গেও কৌশলী মন্তব্য প্রদান করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিককে। মদন মিত্র বলেন, “বেশ ভালো তো। অনেক সময় ওজন বেড়ে গেলে নানা রকম রোগ হয়, কোলেস্টেরল বাড়ে, সুগার হয়। যদি একটু ঝড়ে যায়, তাহলে শরীরটা ভালো থাকে।” আর তৃণমূলের এই হেভিওয়েট নেতার মুখ থেকে এহেন কথা শোনায় এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

রাজনৈতিক মহলের জল্পনা এটাই যে, তাহলে কি দলের ভেতরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছিল তা পরোক্ষে স্বীকার করে নিলেন মদন মিত্র! নাকি ভেতরে অন্য ইঙ্গিত দিলেন যেমন ‘কোলেস্টেরল, সুগার’ ধরা তৃণমূল ছেড়ে ‘ ঝড়ে’ গিয়ে ‘শরীরটা ভালো’ রাখা বিজেপিতে যোগ। আর তাই তৃণমূল থেকে বিভিন্ন নেতাকর্মীর বিজেপিতে যোগদান করলে গোটা ঘটনাটিকে ভালো বলে অভিহিত করলেন তিনি!তবে তাঁর বিজেপিতে যোগদানের বিষয়ে এদিন কিছু না বললেও মদনবাবু আগে অনেকবার দাবি করেছেন যে তিনি তৃণমূলে আছেন আর থাকবেন।

তবে বিভিন্ন মহলের তরফে মদন মিত্রের বক্তব্য নিয়ে জল্পনা তৈরি হলেও মদন মিত্র তৃণমূলেই আছেন এবং তৃণমূলেই থাকবেন বলে দাবি করছেন তার অনুগামীরা।এমন দাবি তৃণমূলেরও। যদিও বিজেপি এই নিয়ে চুপ। কিন্তু অনুগামীরা যাই বলুন না কেন, এরকম অনেক নেতা আগের দিন তৃনমূলে আছেন, তৃণমূলে থাকবেন বলে পরেরদিন গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। ফলে নিজের দল সম্পর্কে কিছুটা অন্যরকম মন্তব্য করে মদন মিত্র নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন পথে এগিয়ে নিয়ে যান, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!