এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে একান্ত সাক্ষাতে কৈলাশ, বৈঠক ঘিরে জল্পনা

বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে একান্ত সাক্ষাতে কৈলাশ, বৈঠক ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনতে গেরুয়া শিবির যে সদাপ্রস্তুত, তা তাদের বর্তমান রাজনৈতিক কাজকর্ম দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু বর্তমানে গেরুয়া শিবিরের অন্দরে বিস্তর মতপার্থক্য চোখে পড়ছে। সম্প্রতি দিলীপ মুকুল দ্বন্দ্ব নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই চলছে জোর সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে এবার দিল্লি থেকে রাজ্যে এলেন কৈলাস বিজয়বর্গীয়। অন্যদিকে জে পি নাড্ডার ডাকে দিল্লি পৌঁছালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।

এ প্রসঙ্গে প্রতিবাদ জানাতে এদিন কৈলাস বিজয়বর্গীয় সোজা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ করলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। যদিও বিরোধীরা বহুদিন ধরেই বলে আসছে, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসন বর্তমানে দলদাসে পরিণত হয়েছে। বিজেপি সূত্রে বারবার অভিযোগ করা হচ্ছে, রাজ্যে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি খানাকুলে এক বিজেপি কর্মী খুন হন। তাই নিয়ে কৈলাস বিজয়বর্গীয় এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানান বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও রাজ্যপাল পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে বহুবার অভিযোগ করেছেন রাজ্য প্রশাসনের কাছে। তবে মনে করা হচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে হাতিয়ার করে শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই প্রয়োগ করার চেষ্টা চলছে। অন্যদিকে জানা গেছে, মুকুল রায় এদিন কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সব সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে দিল্লিতে দিলীপ ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে দলের সবাইকে নিয়ে কাজ করার জন্য।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দিলীপ ঘোষ প্রকাশ্যে বলেন, তিনি একাই রাজ্য থেকে তৃণমূলকে অপসারণ করতে পারবেন, তার আর কাউকে প্রয়োজন হবেনা। আর সেই কথা নিয়েই শুরু হয় গেরুয়া শিবিরের ভেতরের দ্বন্দ্ব। আপাতত একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব মেটানো সবার আগে প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন বলাই যায়, রীতিমতো সেয়ানে সেয়ানে হতে চলেছে। কেউই বাংলার জমি একাংশও ছাড়বে না। এই অবস্থায় এখন সবার মুখে মুখে চলছে, আগামী দিনের রাজনৈতিক যুদ্ধ নিয়ে পর্যালোচনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!