এখন পড়ছেন
হোম > অন্যান্য > নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, এক সুতোয় বেঁধে ফেললো মেট্রো।

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, এক সুতোয় বেঁধে ফেললো মেট্রো।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর আসছে আসছে নয়। নয় নয় করে প্রায় ন’বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সাফল্য মহড়ার সাক্ষী থাকলেন কলকাতার মানুষ। এ দিন সিজার ক্রসিং পেরিয়ে মেট্রো দক্ষিণেশ্বরের ডাউন প্ল্যাটফর্ম পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফের মেট্রোকে বরাহনগর হয়ে নোয়াপাড়া ফিরিয়ে আনা হয়।

এদিন মেট্রোর স্বাভাবিক গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটারের চেয়ে অনেক কম ছিল বলেই জানা গেছে। তবে সামগ্রিক মহড়াতে মেট্রোর সাফল্য আশানুরুপ হয়েছে বলেই জানিয়েছেন মেট্রোর আধিকারিকেরা। সেইসঙ্গে এই মহড়ার রিপোর্ট কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে পাঠানো হবে বলেও জানা গেছে। তবে মেট্রোর ভবিষ্যত তাঁর ওপর নির্ভর করছে বলেই জানা গেছে।

কারণ সেই রিপোর্ট দেখে তিনি সন্তুষ্ট হলে তবেই তাঁর কাছে পরিদর্শনের আবেদন জানানো হবে।বর্তমান পরিস্থিতিতে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন সব কিছুই পূর্বনির্ধারিত নিয়ম মেনেই হয়েছে। তবে এবারের মহড়া সফল হলেও আবার কবে মহড়া হবে, তা নির্দিষ্ট হয়নি বলেই জানিয়েছেন তিনি।

তবে তাঁর কথায়, সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যাত্রী পরিবহণের জন্য মেট্রোর দরজা খুলে যেতেই পারে। আর তাই আপাতত সে দিকেই এখন তাকিয়ে রয়েছে দক্ষিণেশ্বরবাসী। তথ্য সূত্রে জানা গেছে, এ দিন সকাল সাড়ে ১০টার আগেই নোয়াপাড়ার আপ প্ল্যাটফর্মে মেট্রোর রেকটি এসে পৌঁছয়। এরপর মোটরম্যান ডি ভট্টাচার্য এবং কন্ডাক্টিং মোটরম্যান সুশান্ত রায় সবুজ পতাকা দেখাতেই ট্রেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেনটি নোয়াপাড়া থেকে বরাহনগর হয়ে দক্ষিণেশ্বর পৌঁছয় বলে জানা যায়। মেট্রোর চিফ ট্র্যাফিক ইনস্পেক্টর এবং চিফ লোকো ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে এই মহড়া হয় বলেও জানা গেছে। মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী-সহ শীর্ষ আধিকারিকেরাও ওই ট্রেনেই দক্ষিণেশ্বর পৌঁছন। সেখানে পৌঁছে মেট্রোর যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

অন্যদিকে, এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে দক্ষিণেশ্বরের বিভিন্ন মানুষকে মেট্রোর মহড়া দেখতে আসতে দেখা যায়। যদিও নিরাপত্তার কারণে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন লাগোয়া শিয়ালদহ-ডানকুনি শাখার স্টেশনের প্ল্যাটফর্মেও মানুষের ভিড় জমে। অন্যদিকে, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর সম্প্রসারিত মেট্রোপথে ট্রেনের মহড়া শুরু হতেই অনেকে মোবাইলে ওই মুহূর্তের ছবি তুলে রাখেন।

অন্যদিকে, এই আনন্দে নিজেদের শামিল করতে দেখা গেছে বয়স্ক মানুষ থেকে শুরু করে গৃহবধূদের। সেইসঙ্গে এলাকার অটো চালক থেকে থেকে শুরু করে হোটেল মালিকদের। কারণ মেট্রো চললে এলাকায় জনসংযোগের জেরে তাঁদের ভবিষ্যতে জীবিকাতে জোয়ার আসবে বলেও আশা রেখেছেন তাঁরা। তাই লকডাউনের পরে নিজেদের হাল ফেরার আশায় বুক বাঁধতে দেখা গেছে তাঁদেরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!