এখন পড়ছেন
হোম > জাতীয় > ইমরানের থেকেও ভালো যোগী আদিত্যনাথ! হঠাৎ করে প্রশংসার বন্যা পাকিস্তানে! কি এমন হল?

ইমরানের থেকেও ভালো যোগী আদিত্যনাথ! হঠাৎ করে প্রশংসার বন্যা পাকিস্তানে! কি এমন হল?


করোনা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে এমনই মন্তব্য করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জয় জয় কার করল পাকিস্তানের সংবাদপত্রের সম্পাদক। এখানেই ইতি টানেনি পাকিস্তানের ওই সংবাদপত্রের সম্পাদক।

জানা গেছে তিনি ইমরান খানের সাথে যোগী আদিত্যনাথের তুলনা টেনে এনে বলেছেন পাকিস্তান এবং উত্তরপ্রদেশের জনসংখ্যা এক হওয়া সত্ত্বেও করোনা মোকাবিলায় যোগী সরকার ইমরান খানের তুলনায় যথেষ্টই তৎপরতা দেখিয়েছেন। পাকিস্তানের এই দৈনিক পত্রিকাটির নাম ‘ডন’ সম্পাদক হলেন ফাওয়াদ হুসাইন। তাঁর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি এবং উত্তর প্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি।

ফাওয়াদ হুসাইনের মতে জনসংখ্যা মোটামুটি একই হওয়া সত্ত্বেও ভারতের উত্তরপ্রদেশের তুলনায় গোটা পাকিস্থানে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা অনেকটাই বেশি। প্রসঙ্গত ভারতে করোনা থাবা বসানোর পর থেকে উত্তরপ্রদেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৬১ জন অন্যদিকে পাকিস্থানে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭৫ জন পাশাপাশি পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন প্রায় ২০০০ জন। সমগ্র বিষয়টি তীক্ষ্ণ যুক্তির সঙ্গে জনসমক্ষে তুলে ধরেছেন ফাওয়াদ হুসাইন। তিনি একটি লেখ চিত্রের মাধ্যমে সমগ্র বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে টুইটারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন।

তিনি টুইট করে এদিন জানিয়েছেন,‘ভালো করে এই গ্রাফ দেখুন। এই গ্রাফে করোনার কারণে পাকিস্তানের মৃত্যুর হার আর ভারতের রাজ্য উত্তর প্রদেশের পরিসংখ্যান দেখাচ্ছে। পাকিস্তান আর উত্তর প্রদেশের জনসংখ্যা এক। উত্তর প্রদেশের তুলনায় পাকিস্তানে জন ঘনত্ব কম। উত্তর প্রদেশে কড়া ভাবে লকডাউন পালন হয়েছে, কিন্তু পাকিস্তানে এটা সম্ভব হয় নি। তাঁর কারণ স্বরুপ আমাদের দেশে করোনার সংক্রমণ আর মৃত্যুর দর উত্তর প্রদেশের থেকে বেশি।”

জানা গেছে পাকিস্তান এবং ভারতের উত্তরপ্রদেশের জনসংখ্যা এক হওয়া সত্ত্বেও করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা পাকিস্থানে অনেক বেশি হওয়ায় এদিন ফাওয়াদ হুসাইন সরাসরি ইমরান খানকে লক্ষ্য করে যোগী আদিত্যনাথকে সাধুবাদ দিয়েছেন। তাঁর ট্যুইটের এই বার্তা সর্বসমক্ষে আসতেই সর্বত্র ইমরান খানকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি জানা গেছে বর্তমানে পাকিস্তানে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ জনসাধারণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!