এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গ রাজনীতির দুই ‘হেভিওয়েটের’ মধ্যে কাকে নিচ্ছে বিজেপি? রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ

বঙ্গ রাজনীতির দুই ‘হেভিওয়েটের’ মধ্যে কাকে নিচ্ছে বিজেপি? রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ

বাইচুং ভুটিয়া না কি শোভন চট্টোপাধ্যায়? কি আসতে চলেছে বিজেপিতে, এই নিয়ে জল্পনা তুঙ্গে।
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় রাজনীতির অভিজ্ঞ যোদ্ধা ও তৃণমূলের বড় নেতা। এই সময়ে সহযোগী মুকুল রায়ের পথই কি তা হলে ধরতে চাইছেন এখন তিনি? জল্পনা তুঙ্গে এই নিয়ে। আবার ফুটবলের প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও বাঙালির খুব কাছের মানুষ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের গর্ব। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক হয়ে গত লোকসভা নির্বাচনে এবং গত বিধানসভা নির্বাচনে পরাজিত হন তিনি। কিছু দিন আগেই তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা টুইটারে ঘোষণা করেছেন তিনি। তাই বিজেপির অনেক কর্মীই কিন্তু ভাবতে শুরু করেছেন এবার তিনি ও বিজেপিতে যাচ্ছেন।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়াতে

এদিকে জল্পনা বাড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন কিছু চাপে পড়ে কোণঠাসা লোক বিজেপিতে আসতে চাইছে। এটি রাজনৈতিক মহল মনে করছে আকারে ইঙ্গিতে দিলীপ ঘোষ কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার কথাই বোঝাতে চেয়েছেন। আর এই নিয়ে সম্প্রতি সাংবাদিকরা শোভন চট্টোপাধ্যায় এবং বাইচুং ভুটিয়ার ব্যাপারে রাজ্য বিজেপির সভাপতিকে প্রশ্ন করেছিলেন। জানতে চাওয়া হয়, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন কি না? সহাস্যে দিলীপ ঘোষ বলেন, ”আমার কাছে করেন নি। জানি না আপনাদের কাছে করেছেন কি না।” একই সঙ্গে তিনি বলেন, ”অনেকেই আছেন। শোভন ছাড়াও তো অনেক লোক আছেন। তার থেকে বেশি দামি. আসুক। ওপেনলি যখন বলবে তখন আমরা ভেবে দেখব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!