এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজীব কুমারকে বেকায়দায় ফেলে বড়সড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, জানুন বিস্তারিত

রাজীব কুমারকে বেকায়দায় ফেলে বড়সড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, জানুন বিস্তারিত


গত 3 ফেব্রুয়ারি হঠাৎই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকেরা। এদিকে কলকাতা পুলিশের কমিশনারের বাংলোয় তাঁকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা গেলেও নজিরবিহীনভাবে কলকাতা পুলিশের কর্মীরা তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যায়।

এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তড়িঘড়ি নগরপাল রাজীব কুমারের বাড়িতে এসে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আর এরপরই সেই রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন যে, ভারতবর্ষের গণতন্ত্র ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে তিনি মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসবেন।

আর মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় খোদ কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা ব্যক্তিদের। আর কোনো রাজনৈতিক দলের ধরনায় এইভাবে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা আদৌ উপস্থিত থাকতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিভিন্ন মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। ফলে দেশের গণতন্ত্র ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখে না বললেও তিনি পরোক্ষে রাজনৈতিক মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তাই সেই দিক থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আদৌ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা থাকতে পারেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আর হেলায় এই সুযোগটিকেই নষ্ট করতে চায়না কেন্দ্রের বিজেপি সরকার। তড়িঘড়ি রাজ্যের বিরুদ্ধে এহেন ইস্যুকে পেয়ে এবার লুফে নিয়েছে তারা।

সূত্রের খবর, একজন আইপিএস আধিকারিক কিভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনা মঞ্চে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে সেই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও সার্ভিস রুল ভাঙার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে অবিলম্বে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে।

জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারকে এই ব্যাপারে তদন্তের জন্য একটি নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে সেই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আসায় যে অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে রাজ্য সরকার সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!