এখন পড়ছেন
হোম > রাজ্য > ৩৩শতাংশ সদস্যপদ খুইয়ে বাঁকুড়ায় জেলা সম্মেলনে সিপিএম

৩৩শতাংশ সদস্যপদ খুইয়ে বাঁকুড়ায় জেলা সম্মেলনে সিপিএম

সিপিএমের ভোট ব্যাঙ্কের ধসের পাশাপাশি এবার ধস নামল সদস্যসংখ্যায় । এক ধাক্কায় দলের সদস্যপদ কমেছে প্রায় ৩৩শতাংশ। প্রায় ১৮হাজার সদস্য থেকে তা আসে দাঁড়িয়েছে ১২হাজারে। কিন্তু এই ধসের কারণ কি? দলীয় সূত্রে অবশ্য এর প্রধান কারণ হিসেবে শাসক দলের সন্ত্রাসকেই দাবি করা হয়েছে।২০১১সালে ক্ষমতা হারানোর পর বাম কর্মী-সমর্থকদের ওপর অত্যাচারকেই দায়ী করেছে দলের একাংশ। অন্যদিকে ,যুবদের বিজেপির দিকে আকর্ষণ অন্যতম কারণ বলেও কার্যত মেনে নিয়েছে বাম শিবির।
বাম শিবিরে রক্ত ক্ষয় অব্যাহত হলেও বিজেপির উত্থান হয়েছে উল্কার গতিতে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মুখে দলের জেলা সম্মেলনকে অনেকটাই তাৎপর্যপূর্ন হিসাবে দেখছেন নেতৃত্বরা।সাংগঠনিক বিভাজনের পর এবারই প্রথম জেলার ২২টি ব্লকের ৪৮টি এরিয়া কমিটি নিয়ে সিমলাপালে দু’দিনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।হাজির থাকবেন দলের রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতা। রাজ্যের অন্যান্য কেন্দ্রের তুলনায় খাতরা মহকুমায় এখনও কিছুটা সাংগঠনিক শক্তি থাকায় জেলা সম্মেলনের স্থল হিসাবে নেতৃত্বরা বেছে নিয়েছেন সিমলাপালকে। তবে এই ভাঙন আটকাতে কতটা সক্ষম হয় বাম-শিবির তাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!