এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘কেউ চুড়ি পরে বসে নেই’ বিজেপিকে কড়া হুঁশিয়ারি রাজ্যের হেভিওয়েট বিধায়কের

‘কেউ চুড়ি পরে বসে নেই’ বিজেপিকে কড়া হুঁশিয়ারি রাজ্যের হেভিওয়েট বিধায়কের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক আক্রমণ প্রতি-আক্রমণের ঘটনা ঘটছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। যার ফলে হুমকি রণক্ষেত্র এখন বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে যখন ক্ষমতায় এলে তৃণমূল নেতাকর্মীদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে, ঠিক তখনই পাল্টা তারা কেউ চুড়ি পড়ে বসে নেই বলে হুশিয়ারি দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

সূত্রের খবর, এদিন বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার সভা করা হয়। আর সেখানে উপস্থিত হয়েই পদ্ম শিবিরের নেতাদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 5 ডিসেম্বর গোসানিমারিতে একটি সভা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আর সেখান থেকেই তিনি তৃণমূল কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া এবং চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। আর তারপর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এরপর মাঝেমধ্যেই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সিতাই এলাকা। এদিন সেই সায়ন্তন বসুর পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। তিনি বলেন, “একটা চোখ তোলার চেষ্টা করে একশোটা চোখ তুলে নেওয়া হবে। একটা হাত ভাঙার চেষ্টা হলে একশো টাকা হবে। সেই হিসাব করে কোচবিহারের মাটিতে আসবেন। আজ শুধু হুঁশিয়ারি দেওয়া হল। প্রয়োজনে এই লোকগুলো প্রতিরোধ গড়ে তুলবে। জেলা ছাড়া করে দেবে। তখন আর কোথাও জায়গা পাবেন না। কেউ হাতে চুড়ি পড়ে বসে নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কথায় আছে, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যতই হুঁশিয়ারি দেওয়া হোক না কেন, পাল্টা কেন তৃণমূলের বিধায়ক এই ধরনের হুঁশিয়ারি দিলেন! এই কথা বলে কি তিনি নিজের দল তৃনমূল কংগ্রেসকে বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনায় ফেললেন না! এখন তা নিয়ে নতুন করে জল্পনা এবং প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রাজ্যজুড়ে। যদিও বা উদয়ন গুহর এই ধরনের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় বলেন, “তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ নেই। দশ বছর কিছু করেনি। ভোটের আগে দুয়ারে দুয়ারে সরকার করছে। তৃণমূলের এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম‌। 100 টা চোখ তুলতে চাইছে। আগে একটি চোখ তুলে দেখাক। তারপর আমরাও দেখিয়ে দেব।” স্বাভাবিক ভাবেই হুঁশিয়ারি- পাল্টা হুঁশিয়ারির রাজনীতিতে এখন রীতিমত সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!