এখন পড়ছেন
হোম > রাজ্য > একুশে জুলাইয়ের প্রাক-সন্ধ্যায় রাজ্যের সাধারণ মানুষের কাছে মুক্তকণ্ঠে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের প্রাক-সন্ধ্যায় রাজ্যের সাধারণ মানুষের কাছে মুক্তকণ্ঠে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী


প্রতি বছরের মতো এই বছরেও ২১ শে জুলাই শহীদ দিবসের বার্ষিক অনুষ্ঠান পালনের সভাকে ঘিরে গোটা শহর জুড়ে যান চলাচলের ক্ষেত্রে ব্যাপক জটিলতা তৈরীর সম্ভবনা রয়েছে। রাজ্যের প্রত্যন্ত জেলা থেকে আজকের জনসভায় অংশ গ্রহণ করতে আগত জনজোয়ারে প্রত্যেক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যতই অচল হয়ে পড়ে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

যদিও এমন পরিস্থিতি হতে পারে সেই আন্দাজ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলনেত্রী নিজেই সাধারণ মানুষের কাছে আগাম ক্ষমা প্রার্থনা করেছেন। শুক্রবার বিকেলে ধর্মতলায় সভাস্থলের প্রস্তুতি বিষয়ে রেইকি করতে গিয়ে তিনি কোনো দ্বিধা না রেখেই রাজ্যবাসীকে ২১ শে জুলাই এর জনসভার জন্যে যানচলাচলে বাধা বিপত্তি হতে পারে এমন সম্ভবনার কথা জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। এদিন শহরের নানা প্রান্ত থেকে রওনা হওয়া মিছিলের অভিমুখ হবে ধর্মতলা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যে মিছিল শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করবে তা এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড হয়ে বেন্টিঙ্ক স্ট্রিটে সভাস্থলে যাবে।একই সাথে যে মিছিলগুলি হাওড়া স্টেশন বা হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করবে সেগুলি স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, পলাশি গেট রোড, রেড রোড, মেয়ো রোড, নিউ রোড, জওহরলাল নেহরু রোড হয়ে বেন্টিংঙ্ক স্ট্রিটে সভাস্থলে যাবে। ফলে শহরে ঢোকার যাবতীয় পথ আজকে বন্ধ থাকবে। ফলে এই রাস্তা ধরে যাওয়া রুটের বাস-মিনিবাস সহ অন্য যানবাহনকে পুলিস বিকল্প পথে ঘুরিয়ে দেবে। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে আসা মিছিলগুলি বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, গণেশ অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে সভাস্থলে পৌঁছবে।

একইরকমভাবে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে রওনা হওয়া মিছিল গুলি একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড এর মতো সরল রেখা বরাবর রাস্তা ধরে সভাস্থলে ঢুকবে। অন্যদিকে মিলনমেলা প্রাঙ্গণ থেকে মিছিল পার্ক সার্কাস, সুরাবর্দি অ্যাভিনিউ, ডন বসকো আইল্যান্ড, সুন্দরীমোহন অ্যাভিনিউ, সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সভাস্থলে যাবে।

কলকাতা পুলিশের তরফ থেকে এরমধ্যেই এক বিজ্ঞপ্তি জারী করে বলা হয়েছে এদিন অর্থাৎ ২১ শে জুলাই ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস মোড় থেকে ক্যাথিড্রাল মোড় পর্যন্ত এজেসি বোস রোডে যানবাহন পার্কিং করা যাবে না। এমনকি এদিন যেসব রাস্তা ধরে মিছিলের সভাস্থলে আসার কথা রয়েছে সেখানেও কোনো রকম ভাবেই গাড়ি পার্কিং করা যাবেনা তবে এবারে ২১ শে জুলাই শণিবার হওয়ার কারণে কলকাতা শহরে অফিস যাত্রীর সংখ্যা অন্যদিনের তুলনায় অপেক্ষাকৃত কম থাকার সম্ভবনা রয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে যাদের রাস্তায় বেরতেই হবে, তাঁদের বাড়তি সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়াই ভালো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!