এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গ-বিজেপিতে নতুন বিদ্রোহের ইঙ্গিত? হেভিওয়েট সাংসদের ‘খরবুজ’ তত্ত্বে উত্তাল গেরুয়া শিবির!

বঙ্গ-বিজেপিতে নতুন বিদ্রোহের ইঙ্গিত? হেভিওয়েট সাংসদের ‘খরবুজ’ তত্ত্বে উত্তাল গেরুয়া শিবির!


বঙ্গ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তরমুজ তত্ত্ব কায়েম ছিল। অর্থাৎ একশ্রেণীর কংগ্রেস নেতা ছিলেন যাঁরা বাইরে ‘সবুজ’ কংগ্রেসী হলেও ভেতরে ভেতরে ‘লাল’ বামফ্রন্টের সমর্থক ছিলেন। আর এই সব নেতাদের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগরে দিয়ে নিজের দল তৃণমূল কংগ্রেস তৈরী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও যেসব নেতাদের ‘তরমুজ’ আখ্যা দেওয়া হত – তাঁদের অনেকেই পরবর্তীকালে তাঁর মন্ত্রীসভা ‘আলো’ করে আছেন বলে অভিযোগ উঠেছে!

আর এরপরে ২০১৯-এর লোকসভা নির্বাচনোত্তর সময়ে বঙ্গ রাজনীতিতে প্রবল ভাবে উঠে আসে ‘কুমড়ো’ বা ‘আম’ তত্ত্ব। অর্থাৎ বাইরেটা ‘সবুজ’ তৃণমূল কংগ্রেস থাকলেও ভেতরে ভেতরে অনেক নেতা-নেত্রীই ‘গেরুয়া’ বিজেপি হয়ে গেছেন। বিজেপির রাজ্যস্তরের নেতা থেকে শুরু করে একেবারে নরেন্দ্র মোদী-অমিত শাহরা দাবী করেছেন – বাংলার বহু তৃণমূল জনপ্রতিনিধি বা নেতানেত্রী বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। বিধানসভা নির্বাচন এগিয়ে এলেই এঁরা গেরুয়া শিবিরে নাম লেখাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এসবের মাঝেই এবার বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন বিজেপির হেভিওয়েট নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত। তিনি এবার সামনে নিয়ে এলেন ‘খরবুজ’ তত্ত্ব। অর্থাৎ যাঁদের বাইরেটা ‘গেরুয়া’ বিজেপি কিন্তু ভেতরে ভেতরে তাঁরা ‘সবুজ’ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। অর্থাৎ সোজা বাংলায় বললে, স্বপনবাবুর ইঙ্গিত – বঙ্গ-বিজেপিতে রয়েছেন প্রচুর ‘গদ্দার’! যাঁরা বিজেপিতে থেকেও তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে যাচ্ছেন!

আর স্বপনবাবুর এহেন ‘খরবুজ’ তত্ত্বে স্বাভাবিকভাবেই ঝড় উঠে গেছে বঙ্গ বিজেপিতে। ঠিক কাদের নিশানা করলেন তিনি? তৃণমূল থেকে আগত সদ্য বিজেপি হওয়া নেতানেত্রীদের নাকি আদি বিজেপি বলে পরিচিত দলের এক শ্রেণীকে? এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিতর্ক আরও বড় আকার নিয়েছে, কারণ স্বপনবাবু খোদ নরেন্দ্র মোদী বা অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর চোখ দিয়েই কার্যত বঙ্গ-রাজনীতি দেখেন তাঁরা। আর তাই বঙ্গ-বিজেপির মধ্যে ‘গদ্দার’ রয়েছে বলে স্বপনবাবু যদি মনে করেন, তাহলে কি গেরুয়া শিবিরে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে বলেই তা ইঙ্গিতবাহী? এটাই এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের মূল আলোচ্য বিষয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!