এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান তৃণমূল কর্মীর, মৃত্যুর পেছনের কারণ ঘিরে টানাপোড়েন তৃণমূল ও বিজেপির

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান তৃণমূল কর্মীর, মৃত্যুর পেছনের কারণ ঘিরে টানাপোড়েন তৃণমূল ও বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচন শুরুর আগে থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন সময় রাজনৈতিক উত্তেজনা চোখে পড়েছে। কিন্তু নির্বাচন চলাকালীন সেই উত্তেজনা আরও বেড়েছে বৈ কমেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং এই রাজনৈতিক উত্তেজনা এবার প্রাণ কাড়ল এক তৃণমূল কর্মীর বলে জানা যাচ্ছে। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচনের তালিকায় রয়েছে পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র। গতকাল ছিল প্রচারের শেষ দিন। আর জানা গেছে প্রচার পর্ব মিটতেই বিজেপি দুষ্কৃতীরা তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে মারার হুমকি দিতেই বাবা হৃদরোগে আক্রান্ত হলেন। অভিযোগ উঠেছে, বৃদ্ধ তৃণমূল কর্মী মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যেই মৃত তৃণমূল কর্মীর পুত্র তাঁর বাবার মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করে থানায় অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পাথরপ্রতিমা থানার ব্রজবল্লভপুর এলাকায়। ঐ এলাকার তৃণমূল কর্মী বসন্ত সাহুর ছেলে স্থানীয় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবাশীষ সাহু অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে তিনি যখন ভোটের কাজে বুথে ছিলেন সেসময় তাঁর বাড়িতে মদ্যপ অবস্থায় আট দশ জনের এক দুষ্কৃতী দল যায়, যারা বিজেপি আশ্রিত। দেবাশীষের বাড়িতে গিয়ে তাঁরা দেবাশিসের নাম ধরে ডেকে তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। এমনকি তৃণমূলকে ভোট দিলে এলাকা শ্মশান বানানো হবে বলে হুমকি দেওয়া হয়। একই সাথে চলে অশ্রাব্য গালিগালাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাতেই দেবাশীষের পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, এই ঘটনার পর দেবাশিস সাহুর বাবা পয়ষট্টি বছরের তৃণমূল কর্মী বসন্ত সাহু অসুস্থ হয়ে পড়েন। দেবাশিস সাহু বাড়িতে আসার আগেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। অসুস্থ বাবাকে নিয়ে দেবাশীষ ব্রজবল্লভপুর গ্রামীণ হাসপাতাল এর পথে রওনা দিতেই তাঁর বাবার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাথরপ্রতিমা বিদায়ী বিধায়ক এবং এবারের তৃণমূল প্রার্থী সমীর কুমার জানা জানিয়েছেন, প্রবীণ তৃণমূল কর্মীর ছেলেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুনের হুমকি দেয় এবং গালিগালাজ করে। আর তাতেই আতঙ্কিত হয়ে মানসিক অত্যাচারের সম্মুখীন না হতে পেরে 65 বছরের বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন।

অন্যদিকে এলাকার বিজেপি প্রার্থী অসিত কুমার হালদার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই অভিযোগ মিথ্যে। মৃতদেহ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে বুধবার সকালে তৃণমূল কর্মীর শেষকৃত্যে এলাকার প্রায় হাজার দেড়েক তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আগামীকাল ভোট ওই এলাকায়। যথারীতি কেন্দ্রীয় বাহিনীর টহলদারী জারি রয়েছে এলাকায়। তা সত্বেও কিভাবে বিজেপি দুষ্কৃতীরা গিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে হুমকি দিয়ে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!