এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গভীর সংকটের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ – দাবি রাজ্যপালের, জেনে নিন বিস্তারিত

গভীর সংকটের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ – দাবি রাজ্যপালের, জেনে নিন বিস্তারিত


একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে ভয়াবহ দূর্যোগ আমপানে এখন বিপর্যস্থ পশ্চিমবঙ্গ। এই ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন। কিভাবে পরিস্থিতিকে আয়ত্তে আনা যাবে, তা নিয়ে চিন্তায় আছেন সকলে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের এই সঙ্কটজনক অবস্থা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর।

সূত্রের খবর, এদিন এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আর সেখানেই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, “একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এবং অন্যদিকে গত কয়েক বছরে প্রকৃতির এমন প্রভাব রাজ্যের উপরে পড়েনি। আমপান আসার আগেই আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছিলাম। সেই সময় সেনার তরফেই জানানো হয়েছিল, ত্রাণকার্যের জন্য তারা তৈরি। 15 দিন আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, সংকট আসতে চলেছে। কিন্তু প্রস্তুতি কোথায় গেল!”

আর এরপরেই রাজ্য সরকার যাতে ক্ষয়ক্ষতি নিয়ে সঠিক তথ্য পেশ করে, তার ব্যাপারে রাজ্যকে বার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, “রাজ্য সরকার যেন ক্ষয়ক্ষতি নিয়ে সঠিক তথ্য পেশ করে। সে যতই হোক না কেন, সেই দাবি নিয়ে আমি কেন্দ্রের কাছে দরবার করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে ঘূর্ণিঝড় এবং করোনা মোকাবিলায় রাজ্যের সাথে হাত মিলিয়ে রাজ্যকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যে সংবিধানিক প্রধান। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিভিন্ন বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের দ্বৈরথ লক্ষ্য করা গেছে। কিন্তু এবার বিভিন্ন দিক থেকে যখন রাজ্য বিপর্যস্ত, ঠিক তখনই রাজ্যকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জগদীপ ধনকর।

এক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকার যাতে সঠিক তথ্য পেশ করে, তার ব্যাপারেই শাসকবর্গের কাছে আবেদন জানালেন তিনি। আর রাজ্যপালের এই বক্তব্য থেকে পরিষ্কার যে, বর্তমান পরিস্থিতিতে তিনি এখন রাজ্যের এই বন্দিদশা কাটাতে চাইছেন। আর তাই রাজ্য সরকারের উদ্দেশ্যে সহনশীলতার বার্তা দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এখন রাজ্যপালের এই বার্তার পর সরকারের পক্ষ থেকে কতটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!