এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে কর্মীদের অভিনব উপহার গেরুয়া শিবিরের

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে কর্মীদের অভিনব উপহার গেরুয়া শিবিরের

সামনেই 2019এর লোকসভা। বিহার,ত্রিপুরার পর  যে বাংলা থেকেই বেশি আসন পাওয়ার আশায় রয়েছেন তা বারে বারে রাজ্য নেতৃত্বকে বুঝিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।সমস্ত রাজনৈতিক দলের এখন একটাই লক্ষ,জনসংযোগ।এবার সেই জনসংযোগেই নিজেদের অভিনব কৌশল প্রয়োগ করল গেরুয়া শিবির।বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই কোচবিহার জেলায় নটি বিধানসভার জন্য কেন্দ্রীয় কমিটি নটি মোটরবাইক দিয়েছে সেখানকার নেতৃত্বকে। বৃহস্পতিবারই এই মোটরবাইকগুলি এসে পৌছেছে বলে খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্বাভাবিক ভাবেই কোচবিহার জেলার বিজেপি নেতা কর্মীদের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে চরম উন্মাদনা।সারা রাজ্যের মধ্যে কোচবিহার যে নজড় কেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তা ভালোই উপলব্ধি করতে পারছেন এ জেলার বিজেপি নেতৃত্ব।তাই তাঁরৃও এবার জোরকদমে মাঠে নেমে পড়তে শুরু করেছেন।বিজেপি সূত্রে খবর,সংগঠন বৃদ্ধি করতে বিভিন্ন ছোট ছোট দলগুলিকে কাজে লাগাচ্ছে তারা।রাজ্যের তৃনমূল সরকারের সন্ত্রাসের কথা উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার করছেন তারা।

কিন্তু প্রচারের ক্ষেত্রে এরকম নতুন কায়দা আগে কবে দেখেছেন তাও ঠিক মনে করতে পারছেন না রাজ্য বিজেপির নেতারা।সূত্রে খবর,বিগত লোকসভায় বিজেপি যেভাবেকোচবিহারে ভালো ফল করেছে তার জন্য এই মোটরবাইক দিয়ে কর্মীদের আগেভাগেই চাঙ্গা করতে উদ্যোগী হল কেন্দ্রীয় নেতারা।এদিকে কেন্দীয় বিজেপির কাছ থেকে এই উপহার পেয়ে খুশির হাওয়া কোচবিহারেরের জেলা বিজেপির অন্দরে।এ প্রসঙ্গে কোচবিহার জেলার বিজেপি সভিপতি নিখিলরঞ্জন দে বলেন,””কেন্দ্রীয় কমিটি আমাদের জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।তাই লোকসভার আগে জনসংযোগের জন্যই এই উপহার।”

রাজ্য বিজেপি সূত্রে খবর,পঞ্চায়েত নির্বাচনেও এই জেলায় পদ্মফুল ফোটাতে তৎপর হয়েছিলেন দিলীপ ঘোষ।বিভিন্ন জায়গায় সভা করে দলীয় কর্মীদের নিয়ে কার্যত এই অঞ্চলের মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।কিন্তু তাতে সাফল্য না মিললেও আগামী লোকসভার কথা মাথায় রেখে গোটা কোচবিহারে জনসংযোগে ব্রতী হতে শুরু করে দিল গেরুয়া শিবির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!