এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন তৃণমূলের সঙ্গে, এবার নয়া পদক্ষেপ নিলেন শুভেন্দু, ফের জল্পনা তুঙ্গে!

ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন তৃণমূলের সঙ্গে, এবার নয়া পদক্ষেপ নিলেন শুভেন্দু, ফের জল্পনা তুঙ্গে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে। দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাওয়ার মন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন তিনি। বর্তমানে শুভেন্দু অধিকারী দলত্যাগ করবেন বলে নানা মহলের তরফে দাবি করা হচ্ছে। তবে এখনও এই ব্যাপারে কিছুই বলেননি তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের বিধায়ক। আর এই পরিস্থিতিতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করলেন সেই শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এবার নিজের বিধায়ক অফিসের ঠিকানা বদল করে ফেললেন তিনি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে থেকেই এতদিন শুভেন্দু অধিকারীর বিধায়ক সমস্ত কাজকর্ম করা হত। কিন্তু বুধবার তা সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায়। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই ধরনের পদক্ষেপের পর কি নতুন কোনো সমীকরণ সৃষ্টি হতে পারে!

এতদিন দল কিংবা সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নানা পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতাকে। কিন্তু এখনও পর্যন্ত দলত্যাগ করার কোনো কথা শোনা যায়নি তার গলায়। নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে শুভেন্দু অধিকারী কোনো স্পষ্ট বার্তা দেয়নি। আর এই পরিস্থিতিতে বিধায়ক অফিসের স্থান পরিবর্তন নতুন কোনো সমীকরণ স্থাপন করল কিনা, তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

বস্তুত, কিছুদিন আগেই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করতে আসলেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের কোনো সদস্যকে। যার ফলে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। আর এবার সেই শুভেন্দু অধিকারী নিজের বিধায়ক অফিসের ঠিকানা বদল করে ফেললেন! এখানেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি অফিসের ঠিকানা বদল করার পর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন শুভেন্দুবাবু! নাকি নতুন কোনো রণনীতি এই অফিস থেকে পরিচালনা করার জন্যই স্থান বদল করলেন তিনি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শুভেন্দু অধিকারীর বিধায়ক অফিসের স্থান বদল করা হলেও, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো নাম নেই। শুধু তাই নয়, নন্দীগ্রামের বিধায়ক কথাটিরও উল্লেখ নেই সেখানে। শুধু লেখা রয়েছে, শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক জল্পনা বৃদ্ধি পেতে শুরু করেছে। কেন এই অফিস খোলা হল? এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী নন্দীগ্রামের যুবনেতা শিবশংকর ভারতী বলেন, “শুভেন্দু অধিকারীর কাছে প্রচুর মানুষ প্রতিদিন আসে। আগের অফিসটি বড্ড ছোট ছিল। এখন বড় অফিস নেওয়া হয়েছে।”

অন্যদিকে এই ব্যাপারে ব্লক তৃণমূল সভাপতি অরুনাভ ভূঁইয়া বলেন, “পুরনো অফিসে বিধায়কের অফিস থাকলে ভালো হত। মন্ত্রিত্ব ছাড়লেও, তিনি এখনও দলেই রয়েছেন। কেন তিনি বিধায়কের অফিস সরিয়ে নিলেন, তা একমাত্র শুভেন্দু অধিকারীই বলতে পারবেন।” বিশেষজ্ঞরা বলছেন, এই শুভেন্দু অধিকারী নিজের অফিসের ঠিকানা পাল্টে দিয়ে নতুন কোনো বার্তা দিতে চাইলেন দল তৃণমূল কংগ্রেসকে? এতদিন দলের সঙ্গে দূরত্ব স্থাপন করে নানা সরকারি পদ থেকে ইস্তফা দিতে দেখা গিয়েছিল তাকে।

আর এবার সরাসরি নিজের বিধায়ক অফিসের চেহারা পাল্টে দিয়ে সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র নাম দিয়ে নিজের দলের সঙ্গে দূরত্বকে আরো বাড়িয়ে দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী! এখন তা নিয়েই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!