এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা ঘনিষ্ঠ এই হেভিওয়েটেরও শোচনীয় দশা! অনুব্রতর মতই ভয়ঙ্কর পরিনতি? তুঙ্গে চর্চা!

মমতা ঘনিষ্ঠ এই হেভিওয়েটেরও শোচনীয় দশা! অনুব্রতর মতই ভয়ঙ্কর পরিনতি? তুঙ্গে চর্চা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বীরভূম জেলায় এক সময়কার বেতাজ বাদশা হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু এখন তিনি তিহারের জেলে রয়েছেন। এক সময় যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এখন তার কার্যত সঙ্গীহীন দশা। এদিকে বীরভূম জেলায় সংগঠনকে ঠিকমতো পরিচালনা করবার জন্য সেই অনুব্রতবাবুর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখকে তুলে আনা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পরিষদের সভাধিপতির। তবে এবার তৃণমূলের কি আবার কোমর ভাঙতে চলেছে এই বীরভূম জেলায়? যে অনুব্রত মণ্ডল এত ভরসার জায়গা ছিল, তাকে যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, এবার কি সেই একই পরিণতি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক অত্যন্ত ঘনিষ্ঠ হেভিওয়েটের? এখনও পর্যন্ত এইরকম কোনো বিষয় সামনে না এলেও, রাজ্যের বিরোধী দলনেতার যে কথা বললেন, তাতে চমকে উঠছেন সকলে।

প্রসঙ্গত, এদিন বীরভূমে একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই অনুব্রত মণ্ডলের কথা তুলে ধরে ভবিষ্যতে এই একই পরিণতি হবে কাজল শেখের বলে বুঝিয়ে দেন তিনি। তবে হঠাৎ করে কেন এই তৃণমূল নেতার নাম নিলেন রাজ্যের বিরোধী দলনেতা! একাংশ বলছেন, বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের সময় যেমন ছিল, সেই একইভাবে এখন কাজল শেখের হাতে জেলার দায়িত্ব দিয়ে সন্ত্রাস করছে তৃণমূল কংগ্রেস। তবে এই সমস্ত করে যেমন অনুব্রত মণ্ডল পার পায়নি, তেমনই কাজল শেখের বিষয়েও বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। বলা বাহুল্য, এই কাজল শেখ বর্তমানে বীরভূম জেলায় ধীরে ধীরে তৃণমূলের সর্বেসর্বা হয়ে উঠতে শুরু করেছেন। বিরোধীরা অভিযোগ করছেন, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলে কি হবে! তার কায়দাতে জেলা পরিচালনা করে সেই সন্ত্রাসের রাস্তাকেই বেছে নিয়েছেন কাজলবাবু।

একাংশের মতে, শুভেন্দু অধিকারী অতীতে যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, তা কিন্তু হুবহু ফলে গিয়েছে। বর্তমানে বিজেপির যে সমস্ত নেতারা রাজ্য পরিচালনা করছেন, তার মধ্যে সবথেকে বেশি যদি তৃণমূলের ঘরের খবর কেউ ভালো জানেন সেটা হচ্ছেন এই শুভেন্দুবাবু। তাই তার কথার গুরুত্ব অবশ্যই দিতে হবে। অনুব্রত মণ্ডল জেলে। কাজল শেখকে দিয়ে দল পরিচালনা করার চেষ্টা হচ্ছে বীরভূম জেলায়। কিন্তু সেই অনুব্রত মণ্ডলের মতোই কাজল শেখের পরিণতি হবে বলে শুভেন্দু অধিকারী রীতিমত তৃণমূলের হৃদকম্পন বাড়িয়ে দিলেন। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেরকম ভয়ংকর অভিযোগ ছিল, কাজল শেখের বিরুদ্ধে তো এমন কোনো অভিযোগ নেই! তাহলে কেন এই ধরনের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা?

সমালোচক মহলের দাবি, তৃণমূল এমন একটি দল যেখানে গেলে অন্যায় মূলক কাজের সঙ্গে যে কেউ জড়িত হয়ে পড়বে। কাজল শেখ বারবার করে বলেছেন, তার অভিভাবক নাকি এই অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই সেই কাজল শেখের একাধিক মন্তব্য নিয়েও চর্চা হচ্ছে। হতে পারে, তিনি খবরের শিরোনামে থাকতেই এই ধরনের কথা বলছেন। কিন্তু ভবিষ্যতে যে তার বিরুদ্ধে মারাত্মক কোনো অভিযোগ সামনে আসবে না, এমনটা কেউ নিশ্চিত হয়ে বলতে পারবেন না। তাই শুভেন্দু অধিকারী যখন এই কথা বলেছেন, তখন তার কাছে নিশ্চয়ই এমন কোনো তথ্য রয়েছে, যা ভবিষ্যতে ফাঁস হয়ে গেলে বীরভূম জেলায় অস্তিত্ব সংকটে পড়ে যাবে তৃণমূল নেতৃত্ব। যে নেতার উপর সব থেকে বেশি ভরসা করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও হতে পারে অনুব্রত মণ্ডলের মতো পরিণতি। বিরোধী দলনেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!