এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলায় একুশের মহাযুদ্ধ: জাতিগত ভোটের বিচারে কে কোথায় দাঁড়িয়ে? কোন দল পেতে পারে কত আসন?

বাংলায় একুশের মহাযুদ্ধ: জাতিগত ভোটের বিচারে কে কোথায় দাঁড়িয়ে? কোন দল পেতে পারে কত আসন?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – করোনা আবহ চললেও, বাংলায় বেজে গেছে নির্বাচনের দামামা। ২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন হওয়ার পর, তৃণমূল সরকার আগামী মে মাসের মধ্যে নিজেদের দ্বিতীয় দফা রাজ্য সরকার চালনার কাজ পূর্ণ করতে চলেছে। ফলে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে বাংলায় হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন। অন্তত নির্বাচন কমিশন সূত্রে সেরকমই ভাসা-ভাসা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ফলে, বাংলার আমজনতার মনে এখন লাখ টাকার প্রশ্ন একটাই – ২০২১-এর নির্বাচনের শেষে, বাংলার রাজনৈতিক সমীকরণ ঠিক কি দাঁড়াবে? কে হাসবেন বিজয়ীর হাসি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখলের হ্যাটট্রিক করবে? নাকি গেরুয়া শিবিরের কল্যানে বঙ্গবাসী দেখবেন পরিবর্তনের পরিবর্তন? নাকি বামফ্রন্ট-কংগ্রেস জোট ঘটাবে প্রত্যাবর্তন? এই ত্রিমুখী লড়াইয়ে এবারে জাত-পাতের সমীকরণ বড় করে দেখা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমরা যেহেতু করোনা পরিস্থিতিতে ২০১৯-এর নভেম্বর মাসের পর আর কোনো সমীক্ষা করতে পারি নি – তাই, বাংলার রাজনৈতিক চিত্রটা ভোটব্যাঙ্কের ভাগ হিসাবে তুলে ধরার চেষ্টা করলাম। বিস্তারিত আলোচনার আগে দেখে নেওয়া যাক, বাংলায় কোন ভোটব্যাঙ্ক কত রয়েছে (এটা কোনো সরকারি তথ্য নয়, আমাদের বিগত সমীক্ষাগুলি থেকে উঠে আসা আনুমানিক তথ্য)
১. ওবিসি – ২৯.০০%
২. মুসলিম – ২৭.০০%
৩. উচ্চবর্ণ – ২২.০০%
৪. দলিত – ১৫.০০%
৫. অন্যান্য – ৪.০০%
৬. আদিবাসী – ৩.০০%

এখন বাংলার বিগত নির্বাচন গুলি যদি প্রত্যক্ষ করেন, তাহলে দেখবেন বাংলায় গড় ভোট প্রদানের হার ৭৮-৮৩% – আমরা হিসাবের সুবিধার জন্য ৮০% প্রদত্ত ভোট ধরে নিলাম। সেই হিসাবে, বাংলায় প্রতিটি ভোটব্যাঙ্কের গড়ে ভোটদানের হার হবে –
১. ওবিসি – ২৩.০০%
২. মুসলিম – ২২.০০%
৩. উচ্চবর্ণ – ১৮.০০%
৪. দলিত – ১২.০০%
৫. অন্যান্য – ৩.০০%
৬. আদিবাসী – ২.০০%

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৰ্তমান পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা যে সমীক্ষা চালাচ্ছে, তার গড় করলে আমাদের হিসাব অনুযায়ী, প্রতিটি ভোটব্যাঙ্ক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট হতে পারে নিম্নরূপ (খুব অল্প ভোটকে আমরা হিসাবের সুবিধার জন্য ‘শূন্য’ ধরে নিয়েছি) –
১. ওবিসি ভোট –
তৃণমূল – ৭.০০%
বিজেপি – ১৩.০০%
বাম + কং – ২.০০%
অন্যান্য – ১.০০%

২. মুসলিম ভোট –
তৃণমূল – ১৮.০০%
বিজেপি – ০.০০%
বাম + কং – ৩.০০%
অন্যান্য – ১.০০%

৩. উচ্চবর্ণ ভোট –
তৃণমূল – ৫.০০%
বিজেপি – ১২.০০%
বাম + কং – ১.০০%
অন্যান্য – ০.০০%

৪. দলিত ভোট –
তৃণমূল – ৪.০০%
বিজেপি – ৬.০০%
বাম + কং – ২.০০%
অন্যান্য – ০.০০%

৫. অন্যান্য ভোট –
তৃণমূল – ১.০০%
বিজেপি – ১.০০%
বাম + কং – ১.০০%
অন্যান্য – ০.০০%

৬. আদিবাসী ভোট –
তৃণমূল – ১.০০%
বিজেপি – ১.০০%
বাম + কং – ০.০০%
অন্যান্য – ০.০০%

অর্থাৎ, এই সমীকরণ অনুযায়ী মোট ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি পেতে পারে –
তৃণমূল – ৩৬.০০%
বিজেপি – ৩৩.০০%
বাম + কং – ৯.০০%
অন্যান্য – ২.০০%

অর্থাৎ, সবমিলিয়ে প্রদত্ত ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মোট প্রাপ্ত ভোট হতে পারে –
তৃণমূল – ৪৫.০০%
বিজেপি – ৪১.০০%
বাম + কং – ১১.০০%
অন্যান্য – ৩.০০%

আমাদের, বিগত দিনের সমীক্ষার অভিজ্ঞতা অনুযায়ী, বামফ্রন্ট-কংগ্রেস জোট ও অন্যান্যদের মোট প্রাপ্ত ভোট যে ১৪% হতে পারে, তা আসন সংখ্যায় পরিবর্তিত করলে মোট ২০-২৫ টি আসনে এসে দাঁড়াতে পারে। এখন, বাংলায় যেহেতু মোট ২৯৪ টি আসন আছে, তাই আমরা হিসাবের সুবিধার জন্য তা ২৪ টি আসন ধরে নিলাম। অর্থাৎ, বাকি ২৭০ টি মোট ৮৬% ভোট নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ভাগ হয়ে যাবে।

সমীক্ষার বিভিন্ন শর্তাবলী প্রয়োগ করে দেখা যাচ্ছে, যেহেতু তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের পার্থক্য মাত্র ৪%, তাই এই ২৭০ টি আসনের দুই-তৃতীয়াংশ আসন এই দুই দলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যেতে পারে। অর্থাৎ, বিজেপি ও তৃণমূল দুই দলই ৯০ টি করে আসন পেতে পারে। বাকি ৯০ টি আসনের মধ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস ৪% ভোটে এগিয়ে থাকছে – তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে, খুব অল্প ব্যবধানে জয়ী হতে পারে।

আমাদের অতীত দিনের অভিজ্ঞতা বলছে (বিশেষ করে ২০১৬-এর বিধানসভা নির্বাচন ধরে) এই ৯০ টি আসনের জয়-পরাজয় ৫০০-৬,০০০ ভোটের মধ্যে হতে পারে। ফলে, যে কোন দলের দিকে যে কোন মুহূর্তে পাল্লা ভারী হয়ে উঠতে পারে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে যেহেতু তৃণমূল কংগ্রেস ৪% ভোটে এগিয়ে থাকছে – তাই, এই ৯০ টি আসনের মধ্যে ৬৫-৭০ টি তারা দখল করতে পারে। অন্যদিকে বিজেপি ২০-২৫ ই আসন পেতে পারে।

অর্থাৎ, সব মিলিয়ে যদি এই ভোটব্যাঙ্কের হিসাবই বজায় থাকে, তাহলে ২০২১ সালে বাংলার সম্ভাব্য চিত্রটি দাঁড়াতে পারে এইরকম –
তৃণমূল – ১৫৫-১৬০
বিজেপি – ১১০-১১৫
বাম + কং – ২০-২২
অন্যান্য – ২-৪

কিন্তু, বিধানসভা নির্বাচনের আগে এখনও প্রায় ৯ মাস বাকি। ফলে, বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। সেই অবস্থায় এই হিসাবের অনেক পরিবর্তন হতে পারে। তবে, এই ভোটব্যাঙ্কের হিসাব কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশিত নয়। শুধুমাত্র আমাদের বিগত দিনে বিভিন্ন সমীক্ষার অভিজ্ঞতার সমন্বয়ে একটা রাজনৈতিক আভাস পাওয়ার চেষ্টা মাত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!