এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার ঘর ভাঙল বিজেপির! আরও এক হেভিওয়েটের তৃণমূলে প্রত্যাবর্তন

আবার ঘর ভাঙল বিজেপির! আরও এক হেভিওয়েটের তৃণমূলে প্রত্যাবর্তন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই দেখা গিয়েছে গেরুয়া শিবিরে বড়োসড়ো ভাঙন। আর সময় যত যাচ্ছে, গেরুয়া শিবিরের ভাঙন আরো বেশি জোরদার হচ্ছে। সামনে পুরসভা নির্বাচন। আর তার আগেই আরও একবার গেরুয়া শিবিরের ভাঙন দেখা গেল বর্ধমান জেলায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ছবিটা এরকম ছিলনা। বরং তখন তৃণমূল থেকে রাতারাতি নেতা, বিধায়ক, মন্ত্রীদের বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছিল। কিন্তু ভোট মিটতেই অন্য ছবি।

এবার বর্ধমানে তৃণমূলের পরিচিত হেভিওয়েট নেতা যিনি 2015 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন, সেই সুজিত ঘোষ এবার ফিরে এলেন আবার তার পুরনো দলে অর্থাৎ তৃণমূলে। কার্যত এবার গেরুয়া শিবির থেকে ফিরে এসে তৃণমূলের হেভিওয়েট নেতা বক্তব্য রেখেছেন, তাঁকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে। তিনি বিজেপিতে সেভাবে সক্রিয় ছিলেননা। বর্তমানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে তিনি আবার ফিরে এলেন ঘাসফুল শিবিরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং শুধু সুজিত ঘোষ একা এসেছেন তা নয়, তাঁর সঙ্গেই রবিবার প্রায় তিনশোর বেশি অনুগামীকে নিয়ে তিনি ফিরে এসেছেন পুরনো দলে। পাশাপাশি বর্ধমান জেলা কংগ্রেসের এস সি এস টি সেলের সম্পাদক তথা আইনজীবী কৈলাস পাশওয়ান এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চে এই দলবদলের অনুষ্ঠান হয়।

অন্যদিকে বিজেপি থেকে সুজিত ঘোষ এর তৃণমূলে চলে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান সদর জেলার বিজেপির সম্পাদক শ্যামল রায়। তিনি জানিয়েছেন, এ ধরনের মানুষ যত দলে না থাকবে ততই বিজেপির ভালো। কার্যত তিনি অভিযোগ করেছেন, সুজিত ঘোষকে বিজেপি রাজ্য কমিটির সদস্য পদ দিয়েছিল। কিন্তু সেখানে তিনি কোন কাজ করেননি। পুরসভা নির্বাচনের আগে বর্ধমানে যেভাবে গেরুয়া শিবিরে ভাঙন ধরল, তা কিন্তু বিজেপির কপালে ক্রমশ চিন্তার ভাঁজ চওড়া করছে। পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে লক্ষ্য রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!