এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার কি এক বড়সড় দুর্নীতিতে ফাঁসতে চলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ? নতুন অভিযোগ ঘিরে শোরগোল

আবার কি এক বড়সড় দুর্নীতিতে ফাঁসতে চলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ? নতুন অভিযোগ ঘিরে শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুলিশের খাতায় নানা মামলা হতে দেখা যায় অর্জুন সিংহের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদের বাড়িতে গিয়ে পুলিশি তল্লাশির মত ঘটনা ঘটতেও দেখা যায়। যার ফলে বিজেপি তরফে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ তোলা হয় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আর এবার নতুন করে কি আবার বিড়ম্বনায় পড়তে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ?

সূত্রের খবর, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকার সময় পৌরসভার নামে বেআইনি অ্যাকাউন্ট খুলে 9 কোটি টাকার বেশি টাকা গায়েব করেছেন অর্জুন সিংহ এবং তার ভাইপো সৌরভ সিংহ বলে অভিযোগ তুলেছেন সেই ভাটপাড়া পৌরসভার বর্তমান প্রশাশক। আর তার এই অভিযোগের ভিত্তিতেই ভাটপাড়া থানায় দায়ের করা হয়েছে এফআইআর। আর এই গোটা ঘটনাতেই নতুন করে অর্জুন সিংহ এবং তার ভাইপো চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর অর্জুন সিংহ বেসরকারি ব্যাংকের ব্যারাকপুর শাখায় ‘চেয়ারম্যান রিলিফ ফান্ড’ নামে একটি একাউন্ট খোলেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভাটপাড়া শাখায় এই অ্যাকাউন্ট সরিয়ে আনা হয়। কিন্তু এর কোনো কিছুই পুরসভায় আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন বর্তমান প্রশাসক অরুণ কুমার বন্দোপাধ্যায়। গত 24 আগস্ট এই ব্যাপারে ভাটপাড়া থানার ওসিকে একটি অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন অরুণবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার ভিত্তিতেই 25 আগস্ট পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। যেখানে অর্জুন সিংহ ও তার‌ ভাইপোর বিরুদ্ধে 9 কোটি 21 লাখ 58 হাজার 27 টাকা 72 পয়সা তছরুপের অভিযোগ তোলা হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে যেভাবে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে চেয়ারম্যান থাকার সময় আর্থিক তছরুপের অভিযোগ তুললেন ভাটপাড়া পৌরসভার বর্তমান প্রশাসক, তাতে নতুন করে আলোড়ন সৃষ্টি হতে পারে।

2021 এর বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে বিজেপি, ঠিক তখনই বিজেপির হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে চেয়ারম্যান থাকার সময় এই ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এনে তৃণমূল পাল্টা গেরুয়া শিবিরকে চাপে ফেলতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও বা এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে। তাদের বক্তব্য, অর্জুন সিংহ যদি এত বছর ধরে লুটপাট করে থাকেন, তাহলে এতদিন কেন প্রশাসন কিছু জানতে পারল না!

হঠাৎ করে তিনি বিজেপিতে আসায় কেন সবকিছু জানা যাচ্ছে? আসলে বিজেপিকে চাপে রাখতেই প্রশাসনের পক্ষ থেকে এহেন পরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে অর্জুন সিংহ এবং তার ভাইপোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও, গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!