এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় নেতাকেই খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, জড়িত এক মন্ত্রীর ভাইও

দলীয় নেতাকেই খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, জড়িত এক মন্ত্রীর ভাইও

রবিবার বর্ধমান শহরের উল্লাস মোড় থেকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বিকাশ চৌধুরী । বিকাশ বাবুর বিরুদ্ধে তৃণমূলেরই অন্য এক নেতাকে খুনের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়া-১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন ডালিম শেখ। গত ১৯ জুন সন্ধ্যায় মঙ্গলকোটের শিমুলিয়া চটিতে কয়েকজন দুষ্কৃতির গুলিতে তাঁর মৃত্যু হয়। স্বভাবতই শাসক দলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় বিস্তির্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখা যায়। পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তের ভার সি আই ডি ওপর ন্যস্ত হয় । তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর সিআইডি একে একে তথ্য সংগ্রহ করতে শুরু করে। জানা যায় যারা এই খুনের কাজ টা সম্পন্ন করেছে তারা পেশাগতভাবে সুপারি কিলার। তারা খবর পাওয়ার অল্প সময়ের মধ্যেই গোয়েন্দাদের হাতে ধরা পরে। এরপর সিআইডি সূত্রে জানা গিয়েছে ঐ সুপারি কিলারদের জেরা করেই বর্ধমান জেলা পরিষদে তৃণমূলের সদস্য বিকাশ চৌধুরীর নাম জানা গেছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। বিরোধী শিবির সূত্রে পাওয়া খবর অনুসারে বিকাশ বাবুর ধরা পরার ঘটনা পুরোটাই সাজানো । কারণ শীঘ্রই মুখ্যমন্ত্রী আসছেন জেলায় পূর্ব বর্ধমানের গুসকরায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। তার আগে জেলার মানুষের ক্ষোভ ও শাসক বিরোধী মনোভাব প্রশমিত করতেই গ্রেফতার করা হয়েছে। যদিও সিআইডি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের এক মন্ত্রীর ভাইও এই ঘটনায় জড়িত ।এবার তার খোঁজেও তল্লাশি চালানো হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। তবে এদিন এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে দলের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছিল ডালিম শেখকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!